সম্প্রতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছে। ফলে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে দুরন্ত ফর্মে রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। এবার তারা অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে। আগামী বছর বিশ্বকাপের আগে এই ২০ ওভারের মহারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এবার অজিদের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিসিআই (BCCI)। দীর্ঘ আলোচনার পর নির্বাচকরা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। চোটের কারণে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
নেতৃত্বের দায়িত্ব সূর্যকুমার যাদব-

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর ঘোষণা করার পর থেকেই ভারতীয় ২০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তার নেতৃত্বেই এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) দাপটের সঙ্গে ট্রফি জয় করেছে ভারতীয় দল। এর সঙ্গেই টুর্নামেন্টে ৩ বার পাকিস্তানের মুখোমুখি হয়ে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) পরাজিত করেছে ব্লু ব্রিগেডরা। এখনও পর্যন্ত সূর্যকুমারের নেতৃত্বে ২৯ টি ম্যাচের মধ্যে ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচেই জয়লাভ করেছে ভারতীয় দল।
Read More: সুদর্শনের ভুলে রান আউটের ফাঁদে, মাঠেই মেজাজ হারালেন কেএল রাহুল !!
ব্যাটিং অর্ডারে অভিষেক-তিলক-

এই বছর এশিয়া কাপে ভারতীয় টি২০ দলের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং তিলক বর্মা (Tilak Varma)। অভিষেক টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩১৪ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। টুর্নামেন্টের সেরার পুরস্কারও ওঠে তার কাঁধে। অন্যদিকে ফাইনালে তিলক বর্মা গুরুত্বপূর্ণ সময় এক দিক থেকে ধরে রেখে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। টুর্নামেন্টে ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২১৩ রান।
প্রকাশিত ভারতীয় টি২০ স্কোয়াড-
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী