মাঝে আর কয়েক ঘন্টার অপেক্ষা।এরপর এবারের বিশ্বকাপে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত – পাকিস্তান।বিশ্বকাপ হোক অথবা এমনি কোনও টুর্নামেন্ট ,এই দুই দেশের লড়াই মানে এক অন্যমাত্রা ।তাই ইতিমধ্যে প্রহর গোনা শুরু করেছে ক্রিকেট ভক্তরা।
শেষবার যখন ইংল্যান্ডের মাটিতে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ।তখন শেষ হাসি হেসেছিলো পাকিস্তান।তাও আবার চ্যাম্পিয়ান্স ট্রফির মতো টুর্নামেন্টের ফাইনাল।তাই রোববার এই হাইভোল্টেজ ম্যাচ বিরাটদের কাছে বদলার ম্যাচ এমনটা মনে করা হচ্ছে।শুধু তাই নয় সম্প্রতি এই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে, এমন বিষয় গুলো এই ম্যাচ কে এট অন্যমাত্রা এনে দিতে চলেছে ।
ধারভাষ্যকারের কাজের সূত্রে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন ওয়াসিম আক্রম,একসময়ে ক্রিকেটারের হিসেবে এমন একাধিক ম্যাচের সাক্ষী থেকেছেন ,জানেন কেমন প্রতাশা তৈরী হয় এই ম্যাচ ঘিরে।একদল হারবে আরেক দল জিতবে ,তাই ফলাফলের কথা মাথা থেকে ঝেড়ে দিয়ে শুধু মাত্র খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন ওয়াসিম।অনেকেই এই ম্যাচ কে ” যুদ্ধ ” হিসেবে দেখেন, বিষয়টিকে কখনও এমন মনে করেনা তিনি, শুধু তাই নয়, যারা বিষয়টিকে এমনভাবে তারা কখনও ক্রিকেট ভক্ত হতে পারে না বলেই মনে করেন এই প্রাক্তন তারকা পাক পেসার।
১৯৯২ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ভারত – পাক।এখনো অবধি একবারও ভারতকে হারাতে পারেনি ” গ্রিন আর্মি ” রা।নিজেও এমন ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তাই স্বভাবতই এই ম্যাচ নিয়ে তেমন কোনও স্মৃতি নেই তার, তবে ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচ উপভোগ করেছিলেন তিনি।

এবারের তিন নম্বর বিশ্বকাপ জিতবে ভারত এমনটাই মনে করা হচ্ছে।এমনকি সেই সম্ভাবনা কেও প্রবল করে তুলেছেন বিরাটরা, এখন ও অবধি তাদের খেলায় তার পরিচয় দিয়েছে।সম্প্রতি প্রবল বৃষ্টির জন্যে ভেস্তে গেছিলো ভারত – নিউজিল্যান্ডের ম্যাচ ।প্রথমে সাউথ আফ্রিকা তারপর অস্ট্রেলিয়া কে দারুন ভাবে হারিয়ে তিন নম্বর কাপ জয়ের স্বপ্ন কে ক্রমশ উস্কে দিচ্ছে বিরাটরা।