খারাপ খবর : বাতিল হয়ে গেলো বিরাটদের আগামী সফর 1
MOHALI, INDIA - MARCH 10: Rishabh Pant of India bats during game four of the One Day International series between India and Australia at Punjab Cricket Association Stadium on March 10, 2019 in Mohali, India. (Photo by Robert Cianflone/Getty Images)

করোনার প্রকোপে বাতিল হয়ে গেলো ভারতের শ্রীলঙ্কা সফর।সূচি অনুযায়ী আগষ্ট মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, কিন্তু করোনার জেরে তা বাতিল করে দেওয়া হলো।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জারি হয়েছে একটি ‘প্রেস বিজ্ঞপ্তি ‘, সেখানে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এইরকম একটা পরিস্থিতি’তে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগষ্ট মাসে এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়।

খারাপ খবর : বাতিল হয়ে গেলো বিরাটদের আগামী সফর 2
সিরিজ বাতিল হওয়ার বিষয়ে পরবর্তী সময়ে ‘ ভারতীয় ক্রিকেট বোর্ড’ এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল’ এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন , আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে জারি রয়েছে একাধিক নিয়ম, এইরকম একটা অবস্থায় দল কিভাবে পাড়ি দেবে শ্রীলঙ্কায় ?

প্রসঙ্গত, জুন মাসেই শ্রীলঙ্কার ঘরে মাঠে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম‍্যাচ খেলার কথা ছিলো বিরাটদের।যদি করোনার প্রকোপে তা পিছিয়ে যায় আগষ্ট মাসে।কিন্তু এইবার করোনার প্রকোপে অবশেষে বাতিল হয়ে গেলো এই সিরিজ।তাই এই মুহুর্তে ফের বিরাটদের মাঠে নেমে খেলতে দেখার জন্য অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেট ভক্তদের।

খারাপ খবর : বাতিল হয়ে গেলো বিরাটদের আগামী সফর 3
এইমুহুর্তে যা পরিস্থিতি, সেক্ষেত্রে আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরের মধ্যে দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বিরাটদের।সেখানে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজের পর বিরাটরা অজিদের মুখোমুখি হবে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *