আগামী বছর আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে আসন্ন ২০ ওভারের সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়া সফরে সাম্প্রতিক সময় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল এই ফরম্যাটে দুরন্ত ফর্মে ছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিচ্ছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আজ আসন্ন সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড প্রকাশ করল বিসিসিআই। সূর্যকুমার যাদবকে সামনে রেখেই প্রস্তুত হল দল।
Read More: আর খেলতে হবে না শ্রেয়স আইয়ারকে, চোটে ২ বছরের বনবাসে ভারতীয় ভাইস ক্যাপ্টেন !!
দুরন্ত ফর্মে ভারতীয় দল-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি দল মাঠে নেমেছিল। এই সিরিজে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায় ব্লু ব্রিগেডরা। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে বল হাতে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ব্যাট হাতে তিলক বর্মা (Tilak Varma) ছিনিয়ে নেন অপরাজিত ৬৯ রান।
এর ফলে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ট্রফি জয় করে শুভমান গিলরা (Shubman Gill)। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। এই সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এই সিরিজেও অভিষেক শর্মা (Abhishek Sharma), গিল, বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy) দুরন্ত ফর্মে ছিলেন।
ফিরলেন গিল-

অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করেছিল ভারতীয় দল। এই সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ব্যাটিং করার সময় ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন গিল। ফলে টেস্ট অধিনায়ক সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। এরপর থেকে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। চোটের কারণে তিনি কবে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।। তবে প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেলেন গিল। কিন্তু তার শারীরিক পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলেই মাঠে নামবেন বলেই উল্লেখ করেছে বিসিসিআই। উল্লেখ্য এশিয়া কাপ থেকে তাকে এই ফরম্যাটে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
ভারতের প্রকাশিত টি-২০ দল-
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব
Read Also: ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত, বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন বিরাট কোহলি !!