ভারতীয় ক্রিকেট দল বর্তমানে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য নিজেদের সম্পূর্ণরূপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। ঘরের মাঠে এই আইসিসি টুর্নামেন্টের শিরোপা ধরে থাকতে মরিয়া গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে একই পয়সার উল্টো দিকে ভারতীয় টেস্ট দলের দৈন্যদশা সাম্প্রতিক সময় সমালোচনার মুখে পড়েছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে ঘরের মাঠে লাল বলে সিরিজে শুভমান গিলরা (Shubman Gill) দাঁড়াতেই পারেনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC) পৌঁছানোর লড়াই থেকে কার্যত ছিটকে যেতে চলেছে ব্লু ব্রিগেডরা।
Read More: রাজনীতির শিকার গিল, নেতৃত্বের পদ ধরে রাখতে বন্ধুর পিঠে ছুরি সূর্যকুমারের !!
ভারতের ধারাবাহিকভাবে হার-

ভারতীয় টেস্ট দল এই বছর প্রথম শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ড (India vs England Test Series) সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করেছিল। ব্যাট হতে দুরন্ত ফর্মে ছিলেন গিল। তিনি ৫ ম্যাচে ৭৫৪ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। শেষ পর্যন্ত টেস্ট সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করতে সক্ষম হয়েছিল ব্লু ব্রিগেডরা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে ভারতীয় টেস্ট দল দুরন্ত কামব্যাক করে।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এই দলের হতাশাজনক পারফর্মেন্স অসংখ্য প্রশ্নের জন্ম দিয়েছে। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট শুভমান গিলরা ৩০ রানে হারের সম্মুখীন হয়। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে যায়কে এল রাহুলরা (KL Rahul)। এরপর দ্বিতীয় ম্যাচে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ছবিটা আরও করুণ ছিল। ৪০৮ রানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশ হয় ঋষভ পান্থরা (Rishabh Pant)।
পয়েন্ট তালিকায় পিছিয়ে ভারত-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় দল তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইডেনে হারের পর গিলরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে এসেছিল। এরপর আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হারের পর এই তালিকায় পঞ্চম স্থানে নেমে যায়। এরপর নিউজিল্যান্ডের দুরন্ত টেস্ট সিরিজ জয়ে আরও একধাপ পিছিয়ে গেল গৌতম গম্ভীরের দল।
সম্প্রতি কিউইরা ওয়েস্ট ইন্ডিজের (New Zealand vs West Indies Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে। ফলে তারা বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে নতুন চক্রে ভারতীয় দল এখনও পর্যন্ত ৯ টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ২ টি ম্যাচে হারের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে ২ টি ম্যাচে জয় তুলে নিয়েছে শুভমান গিলরা। বর্তমানে জয়ের শতাংশ ৪৮.৫১। এর ফলে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ঋষভ পান্থরা (Rishabh Pant)। এই তালিকায় ভারতের আগে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের জয়ের শতাংশ ৫০.০০।
WTC’এর নতুন পয়েন্ট তালিকা-