৬,৬,৪,৪.., রোহিত শর্মার দুরন্ত ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচে সহজ জয় ভারতের !! 1

অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। ফলে তাদের মাটিতে দাঁড়িয়ে সিরিজ জয় করা চ্যালেঞ্জিং বিষয়। আজ পার্থে অজিদের বিপক্ষে ভারতীয় দল (India vs Australia ODI Series) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে যাত্রা শুরু করেছে। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Virat Kohli) দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল। দুই তারকাই সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা তারকা। তারা জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আজ রোহিত শর্মার ম্যাচ জয়ী ইনিংস আলোচনায় সামনে উঠে এল।

Read More: “বিশ্বকাপ আর খেলতে হবে না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান আউট রোহিত শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

রোহিতের দুরন্ত ইনিংস-

৬,৬,৪,৪.., রোহিত শর্মার দুরন্ত ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচে সহজ জয় ভারতের !! 2
IND vs AUS | Images: Getty Images

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে হিটম্যান নিজেকে প্রমাণ করেছেন। ২০১৯ সালের অস্ট্রেলিয়া সফরে ব্লু ব্রিগেডরা ৩ ম্যাচের ওডিআই সিরিজে অংশগ্রহণ করেছিল। ভারত এই সিরিজ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে অজি বাহিনীদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রোহিত। ম্যাচের প্রথম ইনিংসে শন মার্শের (Shaun Marsh) বিধ্বংসী ব্যাটিং’এ ২৯৮ রান সংগ্রহ করে অজিরা।

এই রান তাড়া করতে নেমে ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan) দুরন্ত ব্যাটিং শুরু করেন। দুজনের ব্যাটিং আক্রমণে অজিরা চাপের মুখে পড়ে যায়। ২৮ বলে ৫ টি চারের সঙ্গে ৩২ রান তুলে নেন শিখর। অন্যদিকে হিটম্যান ৫২ বলে করেন ৪৩ রান। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ২ টি ছক্কা। এরপর দলের ভরসা হয়ে উঠেছিলেন কোহলি। তিনি ১১২ বলে ১০৪ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। এই রানের ওপর ভর করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।

আবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া-

৬,৬,৪,৪.., রোহিত শর্মার দুরন্ত ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচে সহজ জয় ভারতের !! 3
IND vs AUS | Images: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ভারতীয় দল তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছে। আজ এই সিরিজের প্রথম ম্যাচে পার্থে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে প্রথমবারের মতো ব্লু ব্রিগেডরা যাত্রা শুরু করেছে। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসেন। কিন্তু দুজনেই ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। হিটম্যান ১৪ বলে ৮ রানে এবং গিল ১৮ বলে ১০ রানে আউট হয়ে ফিরে যান।‌

এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার‌ও অজি বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। শ্রেয়স ১১ রান করলেও কিং কোহলি শূন্য রানে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন কেএল রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথম ইনিংসে বৃষ্টি সমস্যা তৈরি করায় ম্যাচ ২৬ ওভারে কমিয়ে আনা হয়। শেষ পর্যন্ত রাহুলের ৩৮ রানে এবং অক্ষরের ৩১ রানে ভর করে ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান‌ সংগ্রহ করেছে ভারত।‌ কিন্তু শেষ পর্যন্ত ৭ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

Read Also: সঞ্জুকে দলে নিতে এই রতনকে বলির পাঁঠা করছে KKR, ছাঁটাই হচ্ছেন দলের মেরুদন্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *