ব্যর্থ রোহিত-বিরাট, অক্ষর-রাহুলের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৩৬ রানে পৌঁছাল ভারতীয় দল !! 1

অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে ভারতীয় দল। প্রথমবারের মতো ওডিআই ফরম্যাটের নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্লু ব্রিগেডদের ব্যাটিং করতে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। বৃষ্টি প্রথম ইনিংসে বারবার সমস্যা তৈরি করছিল। এই কারণে শেষ পর্যন্ত যথাক্রমে ২৬ ওভারে ম্যাচটিকে কমিয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে প্রথমে ভারতীয় দলের ব্যাটিং পারফর্মেন্স একেবারেই আশাজনক ছিল না। অজি বোলিং আক্রমণের সামনে একের পর এক তারকা রীতিমতো আত্মসমর্পণ করেন। ‌শেষ পর্যন্ত কেএল রাহুল (KL Rahul) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটিংয়ে ভর করে সন্মানজনক জায়গায় পৌঁছেছে দল।

Read More: “বিশ্বকাপ আর খেলতে হবে না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান আউট রোহিত শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ব্যর্থ টপ অর্ডার-

ব্যর্থ রোহিত-বিরাট, অক্ষর-রাহুলের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৩৬ রানে পৌঁছাল ভারতীয় দল !! 2
IND vs AUS | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নামেন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুতেই জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) করা বলে চতুর্থ ওভারে ম্যাট রেনশোকে (Matt Renshaw) ক্যাচ দিয়ে আউট হন হিটম্যান। তার ব্যাট থেকে ১৪ বলে মাত্র ৮ রান আসে। এরপর বিরাট কোহলি (Virat Kohli) ভরসা দিতে মাঠে নেমেছিলেন। কিন্তু তিনিও আজ সম্পূর্ণ পরাস্ত হন। সপ্তম ওভারে মিচেল স্টার্কের করা বলে কুপার কনলিকে (Cooper Connolly) ক্যাচ দিয়ে ৮ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন।

এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন ওডিআই অধিনায়ক‌ও ভরসা দিতে ব্যর্থ হন। তিনি ১৮ বলে ১০ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। ফলে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। এই সময় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অক্ষর প্যাটেলের (Axar Patel) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু জশ হ্যাজেলউডের বোলিংয়ের সামনে মাত্র ১১ রানে আত্মসমর্পণ করে মাঠ ছাড়েন।

ভরসা দেন অক্ষর ও রাহুল-

ব্যর্থ রোহিত-বিরাট, অক্ষর-রাহুলের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৩৬ রানে পৌঁছাল ভারতীয় দল !! 3
IND vs AUS | Images: Getty Images

একের পর এক তারকা অলরাউন্ডার আউট হয়ে দলকে হতাশ করলেও অক্ষর প্যাটেল এবং কেএল রাহুল জুটি বেঁধে আশার আলো দেখান। ৪০ বলে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। রাহুলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৮ রান। অক্ষর প্যাটেল করেন ৩৮ বলে ৩১ রান। এছাড়াও নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) ১৯ এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ১০ রানে ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), মিচেল ওয়েন (Mitchell Owen) এবং ম্যাথু কুহনেম্যান (Matthew Kuhnemann) ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন। ১ টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং নাথান এলিস (Nathan ElIis)।

Read Also: সঞ্জুকে দলে নিতে এই রতনকে বলির পাঁঠা করছে KKR, ছাঁটাই হচ্ছেন দলের মেরুদন্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *