ভারত - পাকিস্তান ম‍্যাচের আগে এই বড়ো কথা বললেন সানিয়া মির্জা ! 1

বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক ব‍র্তমানে খুব একটা ভালো নয়।এরই মাঝে ক্রমশ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রমশ এগিয়ে আসছে ভারত – পাকিস্তান ক্রিকেট ম‍্যাচ যা ঘিরে ইতিমধ্যে আগ্রহ তুঙ্গে পৌছেছে।

ভারত – পাকিস্তান ক্রিকেট ম‍্যাচ মিলে বরাবর এক অন‍্যরকম বাতাবরণ।১৯৯২ এর বিশ্বকাপে প্রথম বারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দেশ।এরপর থেকে প্রতি বছরই বিশ্বকাপে লড়াই হয় দুই দেশের।আর প্রতিবারেই পাকিস্তান কে হারায় ভারত।কতরকম স্মৃতি জড়িয়ে রয়েছে এই ম‍্যাচ কে কেন্দ্র করে তা আর বলার অপেক্ষা রাখেনা।

ভারত - পাকিস্তান ম‍্যাচের আগে এই বড়ো কথা বললেন সানিয়া মির্জা ! 2

এবছর এই ম‍্যাচের গুরুত্ব খানিকটা অন‍্যরকম।কারন বিরাটদের কাছে এইবারের ম‍্যাচ খানিকটা বদলার।২০১৭ এর চ‍্যাম্পিয়ান্স ট্রফিতে হারের স্মৃতি এখনও বর্তমান বিরাটদের মধ্যে।চাইলেও চিরশত্রু এই দেশের কাছে হার এখনো মেনে নিতে পারেনি ” মেন ইন ব্লু “। তাই আগামী ১৬ ই জুন, রোববার মেগাম‍্যাচে কোহলিরা বদলা নেবে সরফরাজদের বিরুদ্ধে এমনটাই মনে করছেন অনেকে।

ম‍্যাচ ঘিরে উত্তেজনা যখন চরম তুঙ্গে দুই দেশের তরফে এই ম‍্যাচে আরো মশলা প্রদানে তৈরি করা হচ্ছে বিজ্ঞাপন।১৬ ই জুন, ফাদার্স ডে, আর সেই দিন ম‍্যাচ ফেলায় ইতিমধ‍্যে সেই দিনটি কে থিম করে একটি ব‍্যাঙ্গাত্মক বিজ্ঞাপন বানিয়েছে ভারত, জবাবে চুপ থাকেনি ।ভারতকে পাল্টা দিতে উইং কম‍্যান্ডার অভিনন্দন বর্তমান কে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে তারাও।

ভারত - পাকিস্তান ম‍্যাচের আগে এই বড়ো কথা বললেন সানিয়া মির্জা ! 3

গোটা বিষয়টি বর্তমানে এক অত্যন্ত কুরুচিকর জায়গায় গিয়ে পৌছেছে বলেই মনে করেন ভারতের তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা।তার কথা অনুযায়ী এমনিতেই দুই দেশের ম‍্যাচ ঘিরে মানুষের উত্তেজনার শেষ নেই তার মধ্যে আবার এমন ধরনের বিজ্ঞাপন বানিয়ে বিষয়টিকে এক অন‍্যমাত্রা দেওয়ার চেষ্টা চলছে ,বিষয়টি অত্যন্ত হতাশজনক।এমনটা না হওয়া উচিত বলেই মনে করেন সানিয়া।

ভারত - পাকিস্তান ম‍্যাচের আগে এই বড়ো কথা বললেন সানিয়া মির্জা ! 4
LONDON, ENGLAND – JUNE 18 : Mohammad Amir of Pakistan shakes hands with Virat Kohli of India after the ICC Champions Trophy final match between India and Pakistan at the Kia Oval cricket ground on June 18, 2017 in London, England. (Photo by Philip Brown/Getty Images)

প্রসঙ্গত, ইংল্যান্ড কে হারিয়ে চমক দেখালেও অস্ট্রেলিয়া ম‍্যাচে ফের কঙ্কাল বেরিয়ে এসেছে পাকিস্তানের।ফিন্চদের কাছে তারা ম‍্যাচ হারে ৪১ রানে।আগামী রোববার ভারতের বিপক্ষে ম‍্যাচে মুখোমুখি হওয়ার আগে সরফরাজদের এই হারকে ভালো ভাবে নিচ্ছেন না কেউই।অন‍্যদিকে ,সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশ গুলোকে হারিয়ে বিশ্বকাপের ম‍্যাচ জয়ের হ‍্যাটট্রিকের মুখে বিরাটরা আজ মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান কে হারিয়ে পরপর চার ম‍্যাচ জয়ের লক্ষ্যে এখন নিউজিল্যান্ড।দুই দলের মধ্যে যে এক বিরাট পরিমাণের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে চলেছে তা বলাই বাহুল্য।যদিও নটিংহ‍্যামে এখনও বৃষ্টি অব‍্যাহত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *