দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Series) বিপক্ষে ভারতীয় দল ওডিআই সিরিজে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এগিয়ে গেছে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের দাপট বজায় রাখতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে দলের সমস্যাগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুভমান গিল (Shubman Gill) ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তার দিক বিসিসিআইয়ের বিশেষ নজর রয়েছে। এবার দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে তা সামনে এলো।
Read More: “ব্যাটে-বলের বাজিমাত..”, ১০১ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ভারতীয় দলকে !!
IND vs SA টি-২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০২
তারিখ: ১১/১২/২০২৫
ভেন্যু: মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম, চন্ডীগড়
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের পিচ রিপোর্ট-

চন্ডীগড়ের পিচ প্রধানত ব্যাটিং বান্ধব হয়ে থাকে। তবে এই পিচের প্রথম ইনিংসে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিকে পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররাও। এর সঙ্গেই দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব ফেলবে। এখনও পর্যন্ত মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে মোট ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১৯ টি ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ১২ টি ম্যাচে জয়লাভ করেছে। এই মাঠে টি-টোয়েন্টির প্রথম ইনিংসে গড় রান ১৬০-১৭০।
IND vs SA হেড টু হেড-
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৩১ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা এবং ১২ টি ম্যাচে প্রোটিয়ারা জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
ভারতের শক্তিশালী দিক-

প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে বিপর্যয়ের মুখে পড়ে। এই রকম মুহূর্তে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) একাই দলের হয়ে রীতিমতো জ্বলে ওঠেন। তিনি ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। এই তারকা দ্বিতীয় ম্যাচেও দলের ভরসা হয়ে উঠতে পারেন। অন্যদিকে প্রথম ম্যাচেই আর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy) ২ টি করে উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের চাপের মুখে ফেলে দেন। ৭৪ রানে অলআউট হয়ে যায় বিপক্ষ দল। ফলে এই বোলিং আক্রমণ চন্ডীগড়ের মাঠে বিধ্বংসী হয়ে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন।
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
টপ অর্ডার: তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে
মিডল অর্ডার: অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা
বোলার: আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, হেনরিখ নোকিয়া, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা