আগামীকাল অ্যাডিলেড ওভালে দিন রাতের টেস্ট ম্যাচে নামবে ভারত। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে মোমেন্টাম পেতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। প্রথম একাদশ নির্বাচন নিয়ে বেশ জটিলতা থাকলেও এই রণনীতি নিয়ে নামতে চলেছে ভারতীয় দল।
১. মায়াঙ্ক আগরওয়াল
ভারতীয় টেস্ট দলের ওপেনিং স্লটে নিজের জায়গা গড়ে নিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। গত এক বছর ধরে ভারতীয় টেস্ট দলে নিয়মিত ওপেন করে চলেছেন সফলতার সাথে, ফলে ওপেনার হিসেবে তিনি দলে থাকছেনই।
২. শুভমন গিল
প্রস্তুতি ম্যাচগুলিতে বেশ ভালো ব্যাটিং করায় পৃথ্বী শকে টপকে শুভমন গিল পেতে পারেন সুযোগ। আইপিএল থেকেই ভালো ফর্মে রয়েছেন গিল, আর এবার টেস্ট ফর্ম্যাটে নিজের জায়গা করে নিতে মরিয়া থাকবেন তিনি।
৩. চেতেশ্বর পুজারা
ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা হিসেবে গত কয়েক মরশুম ধরে রয়েছেন চেতেশ্বর পুজারা। গত অস্ট্রেলিয়া সফরে তিনিই ছিলেন দলের সেরা ব্যাটসম্যান। ফলে এই সিরিজেও তার দিকে মুখিয়ে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
৪. বিরাট কোহলি
ভারতীয় দলের সব থেকে বড় আশা ভরসা হলেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন তিনি, আর তাই প্রথম টেস্টে তার কাছ থেকে বড় ইনিংসের আশা করবেন সকলেই। গত সফরেও অসাধারণ ফর্মে ছিলেন কোহলি।
৫. অজিঙ্ক রাহানে
দলের সহ অধিনায়ক হিসেবে এই ব্যাটিং লাইন আপে বিশেষ ভূমিকা রয়েছে রাহানের। প্রথম প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন তিনি। ফলে ফর্মে থাকা অবস্থাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন এই তারকা ক্রিকেটার।
৬. হনুমা বিহারি
ভারতীয় টেস্ট দলে বেশ শক্তপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন হনুমা বিহারি। ধৈর্যশীল ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি প্রয়োজনে অফ স্পিন বোলিংও করে দিতে পারেন তিনি। গত প্রস্তুতি ম্যাচে গোলাপি বলে শতরান করেছিলেন তিনি, ফলে বেশ প্রস্তুত হয়েই মাঠে নামতে চলেছেন।
৭. ঋদ্ধিমান সাহা
ঋষভ পন্থকে টপকে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে জায়গা পেতে চলেছেন ঋদ্ধিমান সাহা। দেশের অন্যতম সেরা এই উইকেটকিপার গ্লাভস হাতে ভরসা জোগালেও, চেষ্টা করবেন যাতে ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে পারবেন।
৮. রবিচন্দ্রন অশ্বিন
দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে জায়গা করে নেবেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত মরশুমে নিজের বোলিংয়ে বেশ উন্নতি ঘটিয়েছেন এই তারকা স্পিনার। পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে সক্ষম অশ্বিন।
৯. উমেশ যাদব
দলের তৃতীয় পেসার হিসেবে জায়গা করে নিতে পারেন উমেশ যাদব। গোলাপি বলে বল করার অভিজ্ঞতা রয়েছে তার, এবং উমেশের দুরন্ত গতি কাজে আসতে পারে অ্যাডিলেডের পিচে। এছাড়াও ব্যাট হাতে ক্যামিও খেলতে পারেন বিদর্ভের এই ক্রিকেটার।
১০. মহম্মদ শামি
ভারতীয় পেস ব্রিগেডের আর এক সেনানী মহম্মদ শামি অবশ্যই জায়গা করে নেবেন প্রথম একাদশে। তার দুরন্ত গতি এবং নিপুণ লাইন ও লেংথের ফলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বেশ ঝামেলার সম্মুখীন হতে হবে।
১১. জসপ্রীত বুমরাহ
এই পেস ব্রিগেডের সব থেকে বড় অস্ত্র হিসেবে রয়েছেন এই তারকা ডান হাতি পেসার। অদ্ভুত অ্যাকশনের পাশাপাশি যেভাবে বুমরাহ গতির মাধ্যমে বলকে স্কিড করান, তাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।