রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !! 1

প্রতিটি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ভারত এবং শ্রীলঙ্কা আয়োজন করতে চলেছে। এরপর ২০২৭ সালে গুরুত্বপূর্ণ একদিনের বিশ্বকাপ (ODI WC 2027) অনুষ্ঠিত হবে। তার আগেই বিসিসিআই (BCCI) একটি শক্তিশালী ওডিআই দল প্রস্তুত করতে চাইছে। আসন্ন দ্বিপাক্ষিক একদিনের সিরিজগুলিতে নিজেদের ভুল-ত্রুটি ঠিক করে নিতে চাইছে ভারতীয় দল। এই বছরের শেষের দিকে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে ব্লু ব্রিগেডদের (IND vs AUS) ৩ ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। এই সিরিজের জন্য এবার ভারতীয় দলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা-

রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !! 2
Rohit Sharma | Images: Getty Images

সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর ঘোষণার পর জল্পনা সামনে উঠে আসে যে তিনি ওডিআই ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন। কিন্তু সূত্র অনুযায়ী জাতীয় নির্বাচকরা ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত হিটম্যানকেই একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখছেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে তাকে সামনে রেখে দল গোছানোর কাজে নেমে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও জাতীয় নির্বাচকদের প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অসংখ্য সফলতা পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার নেতৃত্বে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) চ্যাম্পিয়ন হয় ব্লু ব্রিগেডরা। এছাড়াও রোহিত শর্মার (Rohit Sharma) তত্ত্বাবধানে ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। এই তারকা ব্যাটসম্যানের হাত ধরেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) চ্যাম্পিয়ন হয় ব্লু ব্রিগেডরা। এখনও পর্যন্ত রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের হয়ে ২৭৩ টি ওডিআই ম্যাচে ১১,১৬৮ রান সংগ্রহ করেছেন।

জায়গা পাবেন এই তারকারা-

রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !! 3
Riyan Parag | Images: Getty Images

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে সূত্র অনুযায়ী একাধিক তারকা ক্রিকেটারকে আবারও ভারতীয় ওডিআই দলে ফিরিয়ে আনা হবে। জায়গা পেতে পারেন আবেশ খান (Avesh Khan) এবং মুকেশ কুমারের (Mukesh Kumar) মতো তারকা ক্রিকেটারকে। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ৬ ম্যাচে মুকেশ কুমার (Mukesh Kumar) ৫ টি উইকেট সংগ্রহ করেছেন। আবেশ খান (Avesh Khan) ৮ টি ওডিআই ম্যাচে পেয়েছেন ৯টি উইকেট। জসপ্রীত বুমরাহ‌কে বিশ্রাম দেওয়া হলে এই দুই তারকা অজিদের বিপক্ষে ভারতীয় বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে রিয়ান পরাগ (Riyan Parag) অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ওডিআই দলে ফিরে আসতে পারেন। এই তরুণ ব্যাটসম্যান ইতিমধ্যেই আইপিএলের (IPL 2025) মঞ্চে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়াও এই বছর আইপিএলে তাকে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে দেখা গেছে। উল্লেখ্য এখনও পর্যন্ত রিয়ান ভারতের হয়ে মাত্র একটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের সূচি-

প্রথম ওডিআই ম্যাচ- ১৯ অক্টোবর, পার্থ
দ্বিতীয় ওডিআই ম্যাচ- ১৩ অক্টোবর, অ্যাডিলেড ওভাল
তৃতীয় ওডিআই ম্যাচ- ২৫ অক্টোবর, সিডনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য ওডিআই সিরিজ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল‌ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পান্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

Read Also: ২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *