আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) নিজের জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টে ক্রিকেট মঞ্চে কম জনপ্রিয় একাধিক দেশগুলিকেও অংশগ্রহণ করতে দেখা যায়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ভাবনাচিন্তার পর একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে দল প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। দলে এন্ট্রি নিয়েছেন দুই তারকা ব্যাটসম্যান। এর মধ্যেই এবার আসন্ন বিশ্বকাপে ভারতীয় একাদশ কেমন হতে চলেছে তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
Read More: রাজনীতির শিকার গিল, নেতৃত্বের পদ ধরে রাখতে বন্ধুর পিঠে ছুরি সূর্যকুমারের !!
টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত দল-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করে। এরপরই ভারতীয় ২০ ওভারের দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই ফরম্যাটের নতুন অধিনায়ক হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে এই সীমিত ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। মোট ২০ টি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে আসন্ন টি-টোয়েন্টির মহারণে।
ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলির সঙ্গে সঙ্গে যোগ্যতা অর্জন করেছে ওমান, ইতালি, কানাডার মতো দেশ। তারাও টুর্নামেন্টে চমক দেওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুতি নিচ্ছে। এই টুর্নামেন্টে গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়ার সঙ্গে অবস্থান করছে ব্লু ব্রিগেডরা। আসন্ন বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকের হাইভোল্টেজ (India vs Pakistan T20 Match) মহারণটি।
একাদশে নেই রিঙ্কু-ঈশান-

বিশ্বকাপের জন্য বিসিসিআইয়ের প্রকাশিত টি-টোয়েন্টি দলে বাদ পড়েছেন শুভমান গিল (Shubman Gill) এবং জিতেশ শর্মা (Jitesh Sharma)। দলে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু সূত্র অনুযায়ী গৌতম গম্ভীর (Gautam Gambhir) যে একাদশ নিয়ে মাঠে নামতে চলেছেন তাতে এন্ট্রি পাওয়া এই দুই তারকা ব্যাটসম্যান জায়গা পাবেন না। ভারতীয় কন্ডিশনে ভারসাম্য রক্ষা করে একাদশ তৈরি করতে চাইছেন কর্মকর্তারা। ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মাকে (Abhishek Sharma)।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (অধিনায়ক)
মিডল অর্ডার- তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর
বোলার- জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং