ভারতীয় দল এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ট্রফি জয় করে নতুন রেকর্ড গড়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) আরও একটি আইসিসি ট্রফি এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। অন্যদিকে ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ (ODI WC 2027) রয়েছে। তার জন্য দলগুলি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মাঠে নেমে পড়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর আগস্টে ভারতীয় দলের বাংলাদেশের (IND vs BAN) বিপক্ষে ওডিআই সিরিজ খেলার কথা ছিল। কিন্তু বর্তমানে এই সিরিজ স্থগিত হয়ে গেছে। তবে এর মধ্যেই শ্রীলঙ্কার সঙ্গে ব্লু ব্রিগেডদের (IND vs SL) আগস্টে ওডিআই সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই সিরিজের জন্য সম্ভাব্য ভারতীয় দল প্রকাশ্যে এলো।
Read More: IND vs ENG 3rd Test: লর্ডসেও ‘ফাইভ স্টার’ জসপ্রীত বুমরাহ, রাহুলের অর্ধশতকে লড়াই জারি টিম ইন্ডিয়ার !!
অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন গিল-

রোহিত শর্মা (Rohit Sharma) সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তার বদলে নতুন লাল বলের অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। বর্তমানে হিটম্যানের বয়স ৩৮ বছর। ২০২৭ একদিনের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। সেই সময় তিনি শারিরীকভাবে ফিট থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। সূত্র অনুযায়ী আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি ওডিআই ক্রিকেটের অধিনায়কও বদল হতে চলেছেন।
বর্তমানে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টেস্ট দলের হয়ে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ওডিআই সিরিজ হলে আগস্টে এই তরুণ ব্যাটসম্যানকে নেতৃত্ব দিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত গিল (Shubman Gill) দেশের হয়ে ৫৫ ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ৮ টি শতরান। এছাড়াও এই তারকা ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে দ্বিশতরান করে ইতিমধ্যেই নজির স্থাপন করেছেন।
জায়গা পাবেন সাই সুদর্শন ও ধ্রুব জুরেল-

এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে নিজেকে প্রমাণ করেছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে ১৫ ম্যাচে ৭৫৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এরপর ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটেও সুযোগ পেয়েছেন এই তারকা। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা। ফলে ২০২৭ একদিনের বিশ্বকাপের (ODI WC 2027) আগে এই তারকা ব্যাটসম্যানকেও ভারতীয় ওডিআই দলে আনার ভাবনাচিন্তা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী আগস্টে শ্রীলঙ্কার (IND vs SL) বিপক্ষে ওডিআই সিরিজ হলে সাই সুদর্শন (Sai Sudarshan) ভারতীয় দলে জায়গা পাবেন।
এখনও পর্যন্ত এই তরুণ তারকা ৩ টি একদিনের ম্যাচে ভারতের হয়ে ১২৭ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে ধ্রুব জুরেল (Dhruv Jurel) সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ভালো পারফর্মেন্স না করতে পারলেও এই দলের হয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন এই তারকা ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৩৩৩ রান সংগ্রহ করেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ফলে খুব তাড়াতাড়ি তিনি ভারতীয় ওডিআই দলে অভিষেক করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সম্ভাব্য ওডিআই দল-
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শ্রেয়স আইয়ার, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, আক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব