টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে সমস্ত সমস্যা কাটিয়ে শক্তিশালী দল তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই (BCCI)। ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) ২০ ওভারের সিরিজ নির্বাচকদের বর্তমানে আতশ কাঁচের তলায় রয়েছে। বর্তমানে এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্লু ব্রিগেডরা। নাগপুরে চতুর্থ ম্যাচ অতিরিক্ত কুয়াশার কারণে বাতিল হয়ে যায়। শুক্রবার পঞ্চম ম্যাচে জয় তুলে নিতে পারলে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সিরিজ নিজেদের দখলে করবে। এই ম্যাচের আগে শুভমান গিল (Shubman Gill) চোটের কারণে দলের চিন্তা বাড়িয়েছেন। এর মধ্যেই আহমেদাবাদে ভারতীয় একাদশ কেমন হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!
IND vs SA টি২০ সিরিজের সময়সূচি-

ম্যাচ নং: ০৫
তারিখ: ১৯/১২/২০২৫
ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs SA ম্যাচের পিচ রিপোর্ট-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মূলত ব্যাটিং-বান্ধব পিচ দেখতে পাওয়া যায়। ২০২৫ আইপিএলে এই মাঠে এক ইনিংসে একাধিকবার ২০০ ওপর রান হয়েছে। তবে ম্যাচের প্রথম দিকে পেসাররা নতুন বলে প্রভাব ফেলতে পারেন। স্টেডিয়াম অনেক বড়ো হওয়ার কারণে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। মধ্যে ওভারগুরিতে পিচ ধীর গতির হয়ে যায়। তখন স্পিনাররা সুবিধা পাবেন। এর সঙ্গেই শিশির ম্যাচে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলিং করা কিছুটা সমস্যা হতে পারে।
এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট ৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ২০ ওভারের ক্রিকেটে এই ম্যাচের প্রথম ইনিংসের গড় রান ১৭০।
IND vs SA হেড টু হেড-
এখনও পর্যন্ত ভারত এবং দক্ষিণ আফ্রিকা মোট ৩৫ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ২০ টি ম্যাচে এবং প্রোটিয়ারা ১৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ২ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
ভারতের শক্তিশালী দিক-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গুরুত্বপূর্ণ সময় নিচের দিকে ব্যাট করতে এসে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এছাড়াও তিলক বর্মা (Tilak Varma) ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। ফলে এই দুই তারকা আহমেদাবাদেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বোলিং বিভাগে শেষ ম্যাচে আর্শদীপ সিং (Arshdeep Singh) দুরন্ত কামব্যাক করেন। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন। এছাড়াও বল হাতে বর্তমানে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দুরন্ত ফর্মে রয়েছেন।
IND’এর সম্ভাব্য একাদশ-
ওপেনার- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন
মিডল অর্ডার- তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার),
বোলার- আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, হেনরিখ নোকিয়া, লুঙ্গি এনগিডি, করবিন বশ, আটনিয়েল বার্টম্যান