IND vs ENG: টেস্ট ক্রিকেটে জনপ্রিয়তা কমলেও এখনও এই ফরম্যাটকে ক্রিকেটাররা গুরুত্বের সঙ্গে দেখেন। বিসিসিআই (BCCI) বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্যেই তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বিরাট কোহলিও (Virat Kohli) লাল বলের ক্রিকেটে থেকে সরে দাঁড়াতে চাইছেন বলেও খবর সামনে এসেছে। এই রকম পরিস্থিতিতে এবার তরুণ তারকাদের নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল (IND vs ENG) বাছাই করতে চলেছে বিসিসিআই।
IND vs ENG: তরুণ তারকাদের ওপর ভরসা-

ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে দীর্ঘদিন আত্মবিশ্বাস দিয়ে এসেছেন। কিন্তু এই বছর আইপিএলের মধ্যেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। অন্যদিকে বিরাট কোহলিও আর লাল বলের ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাইছেন না। ইতিমধ্যেই তিনি বিসিসিআইকে এই বিষয়ে জানিয়েছেন। ফলে জাতীয় দলের নির্বাচকরা আসন্ন ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে দলে দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal) এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকাদের জায়গা দিতে চাইছেন তারা। দেবদত্ত পাডিক্কল এর আগে ভারতীয় দলের হয়ে ২ টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করলেও সাই সুদর্শন এখনও পর্যন্ত জাতীয় টেস্ট দলে অভিষেক করেননি। উল্লেখ্য চলতি আইপিএলে এই দুই তরুণ ব্যাটসম্যানের পারফরমেন্স নির্বাচকদের নজর কেড়েছে। ১১ ম্যাচে ৫০৯ রান করে পার্পেল ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। অন্যদিকে দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal) ব্যাট থেকে এই বছর আইপিএলে ১০ ম্যাচে ২৪৭ রান এসেছে।
IND vs ENG:অধিনায়ক শ্রেয়স আইয়ার-

রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে কোন ক্রিকেটার নেতৃত্বে দেবেন তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। নির্বাচকদের তালিকায় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এগিয়ে থাকলেও তিনি সবেমাত্র চোট সারিয়ে মাঠে ফিরছেন। ফলে তার ওপর এখনই চাপ সৃষ্টি করতে চাইছেন না কর্মকর্তারা। ফলে সূত্র অনুযায়ী শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে টেস্ট দলের দায়িত্ব তুলে দিতে চাইছে বিসিসিআই (BCCI)। দীর্ঘদিন তিনি টেস্ট দলের বাইরে থাকলেও বর্তমানে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন এই তারকা ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে তার ব্যাট থেকে ৫ ম্যাচে ২৪৩ রান এসেছিল। চলতি আইপিএলে (IPL 2025) তিনি ১২ ম্যাচে ৪০৫ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে অধিনায়ক হিসেবেও সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন শ্রেয়স (Shreyas Iyer)। তার নেতৃত্বেই গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ইতিমধ্যেই টুর্নামেন্টে পাঞ্জাব ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেছে। ফলে দায়িত্ব পেলে শ্রেয়স আইয়ার ভারতীয় টেস্ট দলকে নতুন দিশা দেখাতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য দল-
যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শুভমান গিল, দেবদত্ত পাডিক্কল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, আকাশ দীপ