team india
Team India | Image: Getty Images

T20 World Cup 2024: বছরের শুরুটা বেশ ভালই করেছে টিম ইন্ডিয়া। প্রথমেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া এবং কেপটাউনের ময়দানে প্রথমবারের জন্য জয় সুনিশ্চিত করেছে দল। এরপর দেশের মাটিতেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ নাটকীয় জয় পেল টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচে ভক্তরা দেখেছে দুবের (Shivam Dube) ধ্বংসাত্মক ব্যাটিং এবার শেষ ম্যাচে বিশ্বব্যাপি লোক দেখলো হিটম্যানের তান্ডব। পাশাপশি রিঙ্কুর ফিনিশিং টাচ ছিল অসাধারণ। তবে আফগানিস্তান সিরিজের পর ক্যাপ্টেন রোহিত আসন্ন টি টোয়েন্টি স্কোয়াডের জন্য কিছুটা হলেও ভক্তদের অনুমান দিয়েছেন।

আরও পড়ুন | T20 World Cup 2024: রোহিত বা হার্দিক পান্ডিয়া নয়, বিশ্বকাপ জিততে এই প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হবে দায়িত্ব !!

ম্যাচ শেষে রোহিত দিলো বড় ইঙ্গিত

Rohit Sharma, t20 world cup 2024
Rohit Sharma | Image: Getty Images

ম্যাচ শেষে জিও সিনেমায় বিশ্বকাপের স্কোয়াড নিয়ে মন্তব্য করে বলেছেন, “আমরা ১৫ সদস্যের স্কোয়াড এখনও চূড়ান্ত করিনি। এখনও সময়ই আছে, আমরা ৮-১০ জনকে নির্বাচন করে রেখেছি। কন্ডিশন অনুযায়ী আমরা দল নির্বাচন করবো, ওয়েস্ট ইন্ডিজে ধীর গতির উইকেট হবে তাই আমাদের সেই বুঝেই দল নির্বাচন করতে হবে।” সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের জন্য দল নির্বাচন করে ফেলেছে ভারত। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতকেই (Rohit Sharma)। পাশাপাশি দলে থাকবেন বিরাট কোহলিও (Virat Kohli) দেখা যাবে।

বিশ্বকাপ ২০২৩’এর জন্য ভারতীয় স্কোয়াড

Team india, world cup 2024
Team India | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী নতুন বাছাই করা দলের ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রিঙ্কু সিং (Rinku Singh)। দলের অলরাউন্ডার হিসাবে কামব্যাক করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), স্পিন অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছেন রবিন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল (Axar Patel)। স্পিন বিভাগে সুযোগ পেলেন রবি বিষ্ণু (Ravi Bishnoi), কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পাশাপশি, পেসারদের তালিকায় সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহাম্মদ সিয়াজ (Mohammed Siraj) ও অর্ষদীপ সিং (Arshdeep Singh)। দলে দারুন পারফরমেন্স দেখিয়েও শিভম দুবে (Shivam Dube) আপাতত বিশ্বকাপ দলের কোনো চিন্তাভাবনায় নেই। অন্যদিকে ২০২৩ বিশ্বকাপে প্রদর্শন দেখানো মোহাম্মদ শামিকেও (Mohammed Shami) অনিশ্চিয়তার খাতায় রয়েছেন।

আরও পড়ুন | T20 World Cup 2024: T20 ওয়াল্ড কাপে বিরাট কোহলি সুযোগ পেলেও জায়গা হারাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *