অপেক্ষার অবসান শেষের পথে।আগামী রোববার অর্থাৎ ১৬ ই জুন এবারের বিশ্বকাপে মেগাম্যাচে ম্যান্চেষ্টারে মুখোমুখি হতে চলেছে ভারত – পাকিস্তান।ইতিমধ্যে এই ম্যাচ ঘিরে দুই দেশের মানুষের উত্তেজনা চরমে।আর এই বিষয়টি কে বাড়তি ইন্ধন দিচ্ছে, এই দুই দেশের তরফে তৈরী হওয়া একের পর এক বিজ্ঞাপন।
আগামী ১৬ ই জুন বিশ্ব পিতা দিবস, সেই দিন হতে চলা এই ম্যাচ ঘিরে একটি বিজ্ঞাপন তৈরী করা হয়েছে ভারতের তরফে অন্যদিকে চুপ ছিলো না পাকিস্তান।ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ তুলে তারাও পাল্টা দেন।বিষয়টিকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গেছে।
দুই দেশের মধ্যে সম্পর্ক এখন চরমে পৌছেছে।এইরকম একটি আবহে এক চরম উত্তেজনা তৈরি হবে এই ম্যাচে তা বলাই বাহুল্য। যদিও রেকর্ড বুক দেখলে বিশ্বকাপের আঙিনায় ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স হিমশীতল।১৯৯২ তে প্রথম বার মুখোমুখি হওয়া এই দুই দেশের লড়াইয়ে বরাবরই দাপট দেখিয়ে এসেছে ভারত।এখনো অবধি একবারও পাকিস্তান হারাতে পারেনি”মেন ইন ব্লু ” কে।

চারপাশে যখন এতো সাজো সাজো রব এই ম্যাচ ঘিরে, তখন এই ম্যাচ না ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা।১৬ ই জুন , ওল্ড ট্রাফোর্ডের আকাশে থাকছে মেঘের ঘনঘটা।বৃষ্টি তে ভেস্তে যেতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ।বিবিসির আবহাওয়ার পূর্বাভাসের খবর অনুযায়ী রোববার ও আকাশে মেঘের আনাগোনা লেগেই থাকবে।অন্যদিকে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ ভেস্তে গেছে, এইবার এই ম্যাচ ভেস্তে যাওয়া ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনা।
ম্যাচ ভেস্তে যাওয়ার প্রসঙ্গ উঠতেই বলতেই হচ্ছে, ইতিমধ্যে নটিংহ্যামে ভারত – নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পথে।