BCCI: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম, আর এই বছরে ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য দশটি দল তাদের সেরা পারফরমেন্স দেখিয়ে বিশ্বকাপ জেতার চেষ্টা করবে। সরাসরি ৮ টি দল চলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছিল যেখানে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করেই পৌঁছে গিয়েছে বিশ্বকাপ খেলতে। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবারের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তবে, এবার নিউজিল্যান্ড দলে খেলতে চলেছে ভারতের এক বংশোদ্ভূত।
Read More: রোহিত শর্মার জন্য কাল হবেন এই খেলোয়াড়, হার্দিক নিজের হাতেই করছেন তৈরি !!
নিউজিল্যান্ড দলে খেলবেন ভারতীয় এই তরুণ
ইংল্যান্ড (NZ vs ENG) এবং UAE (NZ vs UAE) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। দলে তরুণ ভারতীয় বংশোদ্ভূত লেগ-স্পিনার আদি অশোককে ঘোষিত দলে সুযোগ দেওয়া হয়েছে। ব্ল্যাকক্যাপদের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে। আদি অশোকের পুরো নাম হলো আদিত্য অশোক। চেন্নাইতে জন্মগ্রহণ করেন এই তরুণ, তবে নিউজিল্যান্ডে শৈশবেই চলে যান। পাশাপাশি, নিউজিল্যান্ডে গিয়ে তিনি ক্রিকেটে নিজের ছাপ রেখেছিলেন এবং আন্তর্জাতিক দলে জায়গাও করে নিলেন।
২০০২ সালের ৫ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী আদিত্য অশোক ছোটবেলায় তার পরিবারের সাথে অকল্যান্ডে চলে আসেন। প্রাথমিকভাবে, তাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছিলেন তার বাবা এবং তিনি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে রাখার জন্য জোর দিয়েছিলেন। কিন্তু ক্রিকেটে ভালো পারফর্ম করতে শুরু করলে ক্রিকেটের দিকেই মনোনিবেশ করেন তিনি। তিনি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা নিয়ে মন্তব্য করে বলেন, “আমি অকল্যান্ডে থাকার সময় বুঝতে পেরেছি যে এখানে অধ্যয়নপন্থী ধরণের সংস্কৃতি খুবই কম, আপনি আপনার নিজের মতন এখানে কাজ করতে পারবেন।“
আদিত্য অল্প বয়সেই দলে পেয়েছেন সুযোগ
পাশাপাশি, তিনি ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলতে চান বলেও জানিয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরকারী ইংল্যান্ড দল একটি অনুশীলন ম্যাচ খেলেছিল এখানে। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড একাদশ অর্থাৎ জুনিয়র দল তাদের একটি ম্যাচে অনুশীলন করায়। আদি অশোককে এই ম্যাচে বোলিং করার সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে ইংল্যান্ডের জো রুটের উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে, ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন। একই সাথে আদির পরিসংখ্যান ঘরোয়া ক্রিকেটে চমৎকার।
সফরের জন্য নির্বাচিত দল:
টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, লকি ফার্গুসন, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, হেনরি শিপলি, উইল ইয়াং।