এশিয়া কাপ ২০২৫’এর (Asia Cup 2025) ফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই ম্যাচ নিয়ে রয়েছে বেশ জল্পনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বরাবরই সংবেদনশীল, আর সেটির প্রতিফলন প্রায়শই দেখা যায় মাঠের লড়াইয়েও। এবার সেই ছায়া পড়তে চলেছে ফাইনাল ম্যাচের ট্রফি প্রদান মঞ্চেও। সূত্রের খবর, যদি ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে তবে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবেন না।
মেগা ফাইনালের আগে শুরু নয়া জল্পনা

গত কয়েক বছরে ভারত-পাক (IND vs PAK) সম্পর্ক ক্রমশই খারাপের দিকে গিয়েছে। সীমান্তে রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে গিয়েছে বহু বছর আগেই। আইসিসি বা এসিসি (ACC) ইভেন্টে দুই দল মুখোমুখি হয়। তবে এবারে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হতে নারাজ ছিল টিম ইন্ডিয়া (Team India)। পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের রাজনৈতিক (India and Pakistan political relationship) সম্পর্কে যেমন ফাটল ধরেছিল ঠিক তেমনই দুই দলের ক্রিকেটেও সেই প্রভাব পড়েছিল। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারত পাকিস্তানকে পরাস্ত করার পর করমর্দন না করেই মাঠ ছেড়েছিল। সুপার ফোর পর্বে আবার পাকিস্তানি ব্যাটসম্যান ফারহানের AK47 সেলিব্রেশন ও হ্যারিস রউফের (Haris Rauf Celebration) অপারেশন সিন্দুরের বিমান বিস্ফোরণকে উল্লেখ করতে দেখা যায়।
Read More: Asia Cup 2025 IND vs PAK Preview: ফাইনালেই ভারতকে হারিয়ে অঘটনের পথে পাকিস্তান !!
নাকভির থেকে ট্রফি নেবে না ভারত

তাদের বিরুদ্ধে অবশ্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি (ICC)। তবে, এবার মেগা ফাইনালের আগে উঠে আসলো এই খবর। মহসিন নাকভি পাকিস্তানের একটি প্রভাবশালী রাজনৈতিক মুখ। পাশাপাশি তিনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, যে কারনে এশিয়া কাপের বিজয়ীর (Asia Cup 2025 Winner) হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব তাঁর। কিন্তু ভারত যখন পাকিস্তানের কারোর সাথে খেলার দিন গুলিতে হাত মেলায়নি ঠিক তেমনই এদিন ট্রফি জিতলেও নাকভির থেকে ট্রফি নেবেন না স্কাই। সূর্যকুমারের এই অবস্থান নিঃসন্দেহে বড় বার্তা (Big decision by Suryakumar & Co.) বহন করছে। ভারতীয় দল বরাবরই তাদের সিদ্ধান্তে অনড় থেকেছে। এর আগেও বহুবার পাকিস্তানকে ভারতের সিদ্ধান্তের সামনে মাথা নত করতে হয়েছে। মেগা ফাইনালে ভারত যদি শিরোপা জয় করে তাহলে সূর্যকুমার যাদব কি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন ? এই নিয়ে জল্পনা তুঙ্গে।