পাহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেও বন্ধ হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপে হবে মুখোমুখি !! 1

Asia Cup 2025: পাহেলগাঁওয়ে জঙ্গিহানার পর বাইশ গজে ভারত-পাকি দ্বৈরথ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের জন্য ক্রিকেটে কোনো ক্ষতি দেখতে চাইবে না ক্রিকেট প্রেমীরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের লড়াই দেখতে বেশ পছন্দ করবেন। পেহেলগাঁও হামলার আড়াই মাসের মধ্যে আবার ক্রিকেটের সবচেয়ে বড় যুদ্ধ দেখতে চলেছে ক্রিকেট প্রেমীরা। ৭ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে (Asia Cup 2025) মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আর ৫ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর।

এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

Ind vs pak, asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

২১ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচটি। সূত্রের দাবি, প্রায় ১৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। খুব শীঘ্রই টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ্যে আনবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রধানত, ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহিতে তা অনুষ্ঠিত হবে। তবে, এই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কিনা তা সম্পূর্ণ ভারত সরকারের উপর নির্ধারিত। ভারত সরকার গ্রীন সিগনাল দিলেই ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দেবে। ভারত ছাড়াও বাঁকি ৫টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এই টুর্নামেন্টে অংশ নেবে। গত দুই বারের মতন একই নিয়মে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ গ্রুপ পর্বের সেরা দুইটি দল সুপার ফোরে পৌঁছাবে, সেখান থেকে সেরা দুই দল ফাইনালে পৌঁছে যাবে।

Read More: Asia Cup 2025: এশিয়া কাপের সূচি চূড়ান্ত, ভারত-পাকিস্তানসহ ছয় দল নামছে খেতাবী দ্বৈরথে !!

BCCI-কে চিঠি পাঠালো ACC

ipl-2025-bcci-plan-to-evacuate-players
BCCI | Image: Twitter

এমনকি, এই টুর্নামেন্টে দু’বার/ তিন বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (IND vs PAK)। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হতে পারে। সূত্রের দাবি, এই টুর্নামেন্টের স্পনসর এবং মিডিয়া পার্টনারদের উদ্বেগ বাড়িয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এই বিষয়ে BCCI-কে একটি চিঠি লিখেছে। মূলত, টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি প্রকাশে বিলম্বের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কে একটি চিঠি লিখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। জুলাইয়ের প্রথম সপ্তাহে সময়সূচি ঘোষণার জন্য একটি বৈঠকের দাবি জানিয়েছে এসিসি। ইতিমধ্যেই, এই টুর্নামেন্টের সরকারী সম্প্রচারক সনি স্পোর্টস চলতি ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই এশিয়া কাপের প্রোমো দেখাতে শুরু করে দিয়েছে। যদিও, সেই প্রোমো পোস্টারে পাকিস্তান অধিনায়কের ছবি না থাকায় জল্পনা শুরু হয়েছিল যে তাদের হয়তো এই এশিয়া কাপের (Asia Cup 2025) টুর্নামেন্টে দেখা যাবে না।

Read Also: IND vs ENG: দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা নেই বুমরাহ-কুলদীপের, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *