এশিয়া কাপ নিয়ে প্রতি বারেই যেন জল্পনা বেড়েই যায়। ২০২৩ সালের এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানে ভারতীয় দল খেলতে না যাওয়ার আর্জি জানিয়েছিল। যে কারণে ভারতের জন্য হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন করেছিল এসিসি। ভারত তাদের এশিয়া কাপের ম্যাচ গুলো শ্রীলঙ্কাকে খেলেছিল, পাকিস্তান হোস্ট হওয়া সত্ত্বেও এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫’ এর এশিয়া কাপ শুরু হওয়ার আগেও সেই একই সমস্যা শুরু হয়েছে। পেহেলগাঁও সন্ত্রাস হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কে আরও ফাটল তৈরি হয়েছে। এবারের এশিয়া কাপ ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনে অস্বীকার জানিয়েছে। যে কারণে, এবার এশিয়া কাপ আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে।
এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

২০২৫’ এর এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়েও বেশ সংশয় ছিল। তবে, গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে অংশ গ্রহন করবে বলে জানিয়ে দিয়েছে। এশিয়া কাপে শুধু ভারতীয় দল অংশগ্রহণ করবে এমনটা নয়, এবারের এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তানেরও মুখোমুখি হবে। দুই দলকে আবার একবার একই গ্রুপে রাখা হয়েছে। আগামী, ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের প্রথম বারের জন্য মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে না খেলার আর্জি জানাতে পারে। সদ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অফ লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার জানিয়েছিল ভারতীয় দল। গ্রুপ পর্যায়ে পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়নি ভারত, এরপর আবার সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গেই ভারতের খেলা হওয়ার কথা থাকলেও ভারত তা খেলতে অস্বীকার জানায়। যে কারণে, পাকিস্তান এই লীগের ফাইনালে পৌঁছে যায়।
Read More: ভারতীয় ভক্তদের জন্য দুঃসংবাদ, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ !!
ভারতের জন্য নতুন নিয়ম রাখলো পাকিস্তান

অন্যদিকে, সামনের এশিয়া কাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে কিনা সেবিষয়েও উঠছে প্রশ্ন। এক সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে নাকি চাইলেও খেলতে অস্বীকার জানাতে পারবে না ভারত। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর এসিসির চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছিলেন। যে কারণে পরে এসিসির প্রধান হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। সূত্রের দাবি মহসিন নাকভি নাকি এসিসির বাঁকি সদস্যদের কাছে আর্জি জানিয়েছে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার জানায় বা ভারত যদি নিজেদের নাম প্রত্যাহার করে তাহলে ভারতকে এশিয়া কাপ থেকে এক বছরের জন্য ব্যান করা হবে। যদিও, সূত্রের দাবি বিসিসিআই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়েছে।