শেষ হলো প্যারিস অলিম্পিক (Olympics)। গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদায় জানানো হলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’কে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবে ছিলেন হকি কিংবদন্তি পি আর শ্রীজেশ আর শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। টোকিওতে এসেছিলো ৭টি পদক। এবার এসেছে ছয়টি। ৫২ বছর পর টানা দুটি অলিম্পিকে পদক জিতেছে ভারতীয় হকি দল। ১৯৬৮ ও ১৯৭২-এ এসেছিলো দুটি ব্রোঞ্জ। সেই সাফল্যের পুনরাবৃত্তি হলো ২০২১-এর টোকিও আর ২৪-এর প্যারিসে। সোনা নয়, রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছে জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া’কে (Neeraj Chopra)। তাঁকে পিছনে ফেলেছেন পড়শি দেশ পাকিস্তানের আর্শাদ নাদিম। অলিম্পিকে নয়া রেকর্ড গড়েছেন তিনি ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে।
তিনটি ব্রোঞ্জ এসেছে পদক এসেছে শ্যুটিং থেকে। ২২ বর্ষীয় মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলে পদক পেয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে পদক জিতেছে মনু-সরবজ্যোৎ সিং। আর ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন ২৯ বছরের স্বপ্নীল কুশালে (Swapnil Kushale)। গত শনিবার ২১ বছরের কুস্তিগীর আমন শেহরাওয়াত’ও একটি ব্রোঞ্জ এনে দিয়েছেন দেশকে। ২০৬ দেশের অ্যাথলিটরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। এর মধ্যে পদক নিয়ে ঘরে ফিরেছেন ভারত শেষ করে মেডেল তালিকার ৭১তম স্থানে। সোনার পদক না আসায় অনেকখানি পিছিয়ে পড়তে হয়েছে তাদের। ৮ ধাপ আগে শেষ করেছে পড়শি দেশ পাকিস্তান। প্যারিসে ভারতের পারফর্ম্যান্স অম্লমধুর হলেও সাড়া অবশ্য ফেলে দিয়েছেন ইন্ডিয়া (India Sardjoe)। কোনো ভূখণ্ড নয়, এই ইন্ডিয়া আদতে নেদারল্যান্ডসের এক ব্রেক ডান্সার।
Read More: কেরিয়ারে তালা পড়ছে বুমরাহ’র, তিন ফর্ম্যাট থেকেই ছাঁটাই হচ্ছেন তারকা ফাস্ট বোলার !!
রেকর্ড গড়েও পদকহীন ইন্ডিয়া-

১৯৭০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম দেখা গিয়েছিলো ব্রেকডান্সিং। হিপ-হপ কালচারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়ে রয়েছে তা। উৎপত্তির প্রায় পাঁচ দশক পর ২০২৪-এর প্যারিস অলিম্পিকে (Olympics) প্রথমবার অন্তর্ভুক্ত করা হয়েছিলো ব্রেকিং বা ব্রেক ডান্সকে। ছেলেদের ও মেয়েদের বিভাগে অংশ নিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপানের মত দেশ। এই ইভেন্টেই নতুন রেকর্ড করেন ইন্ডিয়া (India Sardjoe)। বছর ১৮-এর তরুণীর সাথে অবশ্য ভারতের কোনো সম্পর্ক নেই। তিনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের হয়ে। অলিম্পিক ব্রেকডান্সিং-এর ইতিহাসে প্রথম প্রতিযোগী হিসেবে জয় পান তিনি। হারান রিফিউজি অলিম্পিক দলের বি-গার্ল তালাশ’কে। দারুণ পারফর্ম করে সেমিফাইনালেও গিয়েছিলেন ইন্ডিয়া। কিন্তু শেষ রক্ষা হয় নি। হারতে হয় তাঁকে। ব্রোঞ্জ মেডেলের ম্যাচেও পরাজিত হন তিনি। থাকতে হলো চতুর্থ হয়েই। সোনা জেতেন জাপানের আমি ইউআসা।
India wins the first match in Breakdancing History
Yes, You read it right …..!! 😬
India Sardjoe known as “B-Girl India” from the Netherlands beat refugee team member B-Girl Talash in the first ever breaking battle at the Olympics.
📸 – @Paris2024 pic.twitter.com/mPRuFTOVMN
— The Khel India 2.0 (@BharatAtOlympic) August 9, 2024
চারের গেরোয় আটকেছে ভারত’ও-

প্যারিস অলিম্পিকে (Olympics) ভাগ্য বারবার বিরুদ্ধে গিয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। ৬ পদক নিয়ে শেষ করেছে তারা। কিন্তু সেই সংখ্যাটা হতে পারত ১২ বা ১৩’ও। নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশী হওয়ার কারণে ডিসকোয়ালিফাই করা হয়েছে বিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। মেয়েদের ৫০ কেজি বিভাগে না হলে একটি রুপো অন্তর নিশ্চিত ছিলো তাঁর। দুর্দান্ত লড়াই করে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু নামতেই পারেন নি ফাইনালে। আদালতে রুপোর দাবীতে আর্জি জানিয়েছেন বিনেশ। কি ফলাফল আসে সেদিকে তাকিয়ে সকলে। এছাড়া হকিতেও পদকের রং বদলাতেই পারত। সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে দাপট দেখিয়েও শেষ মুহূর্তে হারতে হয়েছে ভারতকে। পাশাপাশি একঝাঁক অ্যাথলিট পদক থেকে একধাপ দূরে, অর্থাৎ চতুর্থ স্থানে থেমেছেন।
পুরুষদের ব্যাডমিন্টনে সাড়া ফেলে দিয়েছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন অলিম্পিকের (Olympics) সেমিফাইনালে। বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনকে বাগে পেয়েও জিততে পারেন নি। সোনার স্বপ্ন ভাঙে তখনই। ব্রোঞ্জ মেডেল ম্যাচে এগিয়ে গিয়েও পরে হারতে হয় মালয়েশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকের রুপোজয়ী মীরাবাই চানু’ও (Meerabai Chanu) ভারত্তোলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে থামেন চতুর্থ হয়ে। এছাড়াও মনু ভাকের, অর্জুন বাবুতা (Arjun Babuta), অনন্তজিত সিং নারুকা, মহেশ্বরী চৌহান, ধীরজ বোম্ভাদেবরা, অঙ্কিতা ভকত’রাও (Ankita Bhakat) শ্যুটিং, আর্চারি’র মত খেলায় থেমেছেন চতুর্থ হয়েই। ভেঙেছে পদকের স্বপ্ন।