রবিচন্দ্রন অশ্বিন
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অফ স্পিনার রবিচন্দন অশ্বিন (Ravichandran Ashwin), ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার হলেন অশ্বিন, তিনি দলের হয়ে টেস্ট ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছেন, তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে নিয়মিত খেলতে দেখা যায় না, তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অশ্বিনের উপরে আস্থা রেখেই এই বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল। তিনি এই বিশ্বকাপে উইকেট নিয়েছেন ছটি এবং তার ইকোনমি রেট ও ছিল বেশ ভালো তবে আজকের পারফরমেন্স একেবারেই ছিল জঘন্য। ২ ওভারে তিনি ২৭ রান দিয়ে ফেলেন, তার বলে রীতি মতন হাত খুলতে দেখা গিয়েছিল ইংল্যান্ড ব্যাটারদের । অশ্বিনের পারফরমেন্স আজকে ভারতীয় দলের হারের অন্যতম এক কারণ।