ভুবনেশ্বর কুমার
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ পেসার, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভুবনেশ্বর কুমারকে উইকেট নিতে দেখা না গেলেও পাওয়ার প্লে তে বেশ সুন্দর বোলিং করতে দেখা গিয়েছিল তাকে।পাঁচটি ম্যাচে তিনি পাওয়ার প্লে তে বলিং করে দুটি মেডেন ওভারও দিয়েছেন, তবে তার এই ধরনের পারফরম্যান্স আজকের ম্যাচে থেকে ফিকে পড়ে গেল, প্রথম ওভারেই জস বাটলার তার ওভারে ১৩ রান নিয়েছে, যেখান থেকেই ছন্দ খুঁজে পেয়েছে ইংরেজ ব্যাটসম্যানরা। আজকের ম্যাচে ভুবনেশ্বর কুমার ২ ওভার বলিং করে ২৫ রান দিয়েছেন, তার এই ধরণের পারফরমেন্স ভারতের হারের অন্যতম কারণ।