ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অনেক আগে থেকেই বিসিসিআই (BCCI) ভারতীয় দল গোছাতে শুরু করে দিয়েছিল। দীর্ঘ আলোচনার পর তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল প্রস্তুত করেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ছাড়া পরবর্তী এই নতুন ভারতীয় টেস্ট দলও ভক্তদের আশা পূরণ করতে পারছে না।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ইতিমধ্যেই ব্লু ব্রিগেডরা ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। ম্যাঞ্চেস্টারে চলতি চতুর্থ টেস্টেও ইংল্যান্ড চাপ বাড়িয়েছে। ফলে এই ম্যাচেও হারের সম্মুখীন হতে পারে শুভমান গিলরা (Shubman Gill)। আজ এখানে এমন ৫ জন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো যাদের জন্য বর্তমানে সমস্যার মধ্যে পড়েছে দল।
Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!
শুভমান গিল-

রোহিত শর্মার পর ভারতীয় অধিনায়ক হিসাবে শুভমান গিল (Shubman Gill) টেস্ট ক্রিকেটে দায়িত্ব পেয়েছেন। তার নেতৃত্বেই ব্লু ব্রিগেডরা ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে মাঠে নেমেছে। প্রথম ম্যাচে হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও দুই ইনিংসেই শতরান করে নতুন রেকর্ড সৃষ্টি করেন গিল (Shubman Gill)। কিন্তু লর্ডসের মাঠে কঠিন পিচে সম্পূর্ণ ব্যর্থ হন এই তারকা ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ভারতীয় অধিনায়ক ১৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান সংগ্রহ করেন। এই ম্যাচে ভারতীয় দল মাত্র ২২ রানে পরাজিত হয়। ফলে একটু দায়িত্ব নিয়ে গিল (Shubman Gill) ব্যাটিং করলে সিরিজে এগিয়ে থাকতো ভারত। অন্যদিকে ম্যাঞ্চেস্টারেও প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে দলকে বিপদের মুখে ফেলে দিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।