যে তিন কারণে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারবেনা ভারত! 1

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভারত কে নিয়ে সমালোচনা চলছে। ইংল্যান্ডের মাটিতে ১-০ তে সিরিজ এগিয়ে থেকেও ২-১ এ সিরিজ পরাজয় ভারতকে অনেকটা ডুবিয়েছে। ঘরের মাঠে অসাধারণ পারফরমেন্স করা ভারতীয় ক্রিকেট দল ঘরের বাহিরে যেন ওয়ানডে ক্রিকেট ভুলে যায়। ২০১৯ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। তাই ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে।

আসুন জেনে নেওয়া যাক যে তিনটি কারণে বিশ্বকাপে বাধা আসতে পারে

১) ধোনির ফিনিশিং নিয়ে গুঞ্জনঃ

যে তিন কারণে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারবেনা ভারত! 2

সাম্প্রতিক সময়ে ক্রীড়া মিডিয়ার আলোচনার ঝড় উঠেছে ধোনি কেনো অবসরে যাচ্ছেন না? বা কবে যাবেন? এর সঠিক কোনো উত্তর কারো জানা নেই। তবে বর্তমান ধোনি যদি দলে থেকে যান তিনি হতে পারেন ভারত বিশ্বকাপ না জিতার খলনায়ক। তার পিছনে রয়েছে নানা যুক্তি। সাবেক এই অধিনায়ক ভারতের হয়ে ৩২১ ম্যাচ খেলে ১০,০৪৬ রান করলেও বর্তমানে ফিটনেসে অভাবে নিজের সেরা খেলাটা খেলতে পারছেন না। যার ফলে ভারত দলে মিডল অর্ডারে ফিনিশিংয়ের দূর্বলতা থেকে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে যেকোনো দলের জন্য মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ তাই ধোনি যদি খেলা চালিয়ে যান এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে যে তার ফিটনেসের অভাবে এবং বাজে পারফরমেন্সের কারণে ভারত অনেক পিছিয়ে যাবে।

২)হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ডার পারফরমেন্সঃ

যে তিন কারণে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারবেনা ভারত! 3

ভারত দল সব দিক দিয়ে পরিপূর্ণ। অলরাউন্ডারের মধ্যে তাদের সেরা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। ওয়ানডে ম্যাচে অনেক দারুণ পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপের মঞ্চে সে যদি জ্বলে উঠতে পারে তাহলে দল অনেক ভাল কিছু করতে পারবে বিপরীতে হার্দিক পাণ্ডিয়া যদি ফ্লপ করেন তাহলে পুরো দলের জন্য ক্ষতি কেননা ওয়ানডেতে একজন অলরাউন্ডারের উপর পুরো দল নির্ভর করে। অলরাউন্ডাররা ভাল পারফরমেন্স করতে পারলে দলের জন্য জয়ের পথ সহজ হয়ে যায়। তাই হার্দিক পাণ্ডিয়া যদি খারাপ কিছু করে বসে তাহলে বিশ্বকাপ জিতার আশা ছাড়তে হবে ভারত দলকে। পাণ্ডিয়া ৩৮ টি ওয়ানডে ম্যাচ খেলে ৬২৮ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৩৯ টি।

৩) টপ অর্ডার ব্যাটসম্যানঃ

যে তিন কারণে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারবেনা ভারত! 4

ভারত ক্রিকেট দলে টপ অর্ডার ব্যাটসম্যানের অভাব নেই। তাদের পারফরমেন্সের কারণে আজ ভারত দলের এত সাফল্যলাভ। তবে সাম্প্রতিক সময়ে এদের ব্যর্থতায় ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তাই বিশ্বকাপের মঞ্চে টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ফ্লপ করেন তাহলে ভারত ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের আশা ছেড়ে দিতে হবে। বিশ্বকাপ জিততে হলে সবার আগে টপ অর্ডারদের পারফরমেন্স করা খুব বেশি জরুরী। তাই ২০১৯ বিশ্বকাপে ভারতে দর্শকরা তাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকবে। এরা যদি ভাল কিছু করতে পারে তাহলে বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে ভারতের।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *