ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের, শেষ সুযোগে করবে কিস্তিমাত !! 1

২০২৩ সালের বিশ্বকাপে (ODI WC 2023) ঘরের মাঠে ভারতীয় পুরুষ ক্রিকেট দল ফাইনালে পৌঁছেও ট্রফি জয় করতে পারেনি। এই বছর ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women ODI WC 2025) আয়োজন করছে। ফলে হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) নিয়ে ভক্তরা নতুন করে আশায় বুক বাঁধছিলেন। টুর্নামেন্টে দুরন্ত শুরু করেছিল মহিলা ব্লু ব্রিগেডরা। কিন্তু বর্তমানে একের পর এক ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা বর্তমানে অনেকটাই কঠিন হয়ে গেছে। কোন সমীকরণের মধ্যে দিয়ে স্মৃতি মন্ধনারা (Smriti Mandhana) পরবর্তী পর্বে পৌঁছাতে পারে এবার জেনে নেওয়া যাক।

Read More: পার্থের মাটিতে ১৭৬.৫ কিমি বেগে বল করে চর্চায় মিচেল স্টার্ক, ভেঙে গেল শোয়েব আখতারের সর্বোচ্চ গতির রেকর্ড !!

ধারাবাহিকভাবে হার ভারতের-

ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের, শেষ সুযোগে করবে কিস্তিমাত !! 2
Indian Women Team | Images: Getty Images

এই বছর মহিলাদের বিশ্বকাপে ভারতীয় দল প্রথম দুই ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে ভক্তদের মনে ট্রফি জয়ের স্বপ্নকে শক্তিশালী করেছিল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে (IND W vs SL W) ৫৯ রানে পরাজিত করে যাত্রা শুরু করে হরমনপ্রীতরা। ম্যাচে দীপ্তি শর্মা (Deepti Sharma) দুরন্ত অর্ধ শতরান করার সঙ্গে সঙ্গে মোট ৩ টি উইকেট ছিনিয়ে নেন। এরপর পাকিস্তানের (IND W vs PAK W) বিপক্ষে ৮৮ রানের বিশাল জয় তুলে নিয়ে দৃষ্টান্ত তৈরি করে ব্লু ব্রিগেডরা।

কিন্তু এরপর ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার (IND W vs SA W) বিপক্ষে ৩ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩ উইকেটে পরাজিত হয়। গতকাল ইংল্যান্ডের (IND W vs ENG W) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন স্মৃতি মান্ধানা। ৯৪ বলে ৮৮ রান করেন তিনি। অধিনায়ক হরমনপ্রীতের ব্যাট থেকে আসে ৭০ বলে ৭০ রান। কিন্তু পর্যন্ত ৪ রানে পরাজিত হয়ে সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা জটিল করে তুলেছে তারা।

এই সমীকরণের হবে বাজিমাত-

ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের, শেষ সুযোগে করবে কিস্তিমাত !! 3
Indian Women Team | Images: Getty Images

এই বছর মহিলাদের বিশ্বকাপে শেষ চারে ইতিমধ্যে তিনটি দল নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। দুরন্ত পারফর্ম্যান্স করে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। বর্তমানে বাকি ১ টি স্থানের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে দুই দল ভারত এবং নিউজিল্যান্ড। বর্তমানে দুজনেরই পয়েন্ট ৪। ব্লু ব্রিগেডরা ২৩ অক্টোবর পরবর্তী ম্যাচে কিউইদের (IND W vs NZ W) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে জয় ছিনিয়ে নিলেন ৬ পয়েন্টে পৌঁছাবে ভারত।

ম্যাচটি ড্র হলেও হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) কাছে বিশেষ সুবিধা থাকছে। কারণ বর্তমানে নেট রান রেটের পরিসংখ্যানের দিক থেকে নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে আছে ভারত। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা তাদের নেট রান রেট +০.৫৬৭ এবং পঞ্চম স্থানে থাকা কিউইদের নেট রান রেট -০.২৪৫। ফলে সেমিফাইনালে পৌঁছানোর দিক থেকে ব্লু ব্রিগেডরাই বর্তমানে সুবিধাজনক জায়গা রয়েছে।

Read Also: আবারও বিরাট-গম্ভীরের দ্বন্দ্ব প্রকাশ্যে, কথা বলা তো দুর-বন্ধ হল মুখ দেখাদেখি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *