IND vs ENG: সমাপ্ত হয়েছে ভারত এবং ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ। প্রথম ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করলো ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ৪-১ ব্যাবধানে জয়লাভ করার পর প্রথম ওডিআই ম্যাচেও জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে এসে ২৪৮ রান বানিয়েছে ইংল্যান্ড এবং সেই রান তাড়া করতে এসে মাত্র ৩৮.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় ভারত।
দারুন সূচনা দেয় সল্ট ও ডাকেট
টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে দুই ওপেনার প্রথম থেকে বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে দেন। ব্যাট হাতে ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ফিলিপ সল্ট (Philip Salt)। তবে, ভুল বোঝাবুঝির জন্য নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন। সঙ্গী হিসেবে বেন ডাকেট আজ ২৯ বলে ৩২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।
পাওয়ার প্লে শেষে দ্রুত ৩ উইকেট হারায় ইংল্যান্ড
দুই ওপেনার পাওয়ার প্লের ফায়দা তুলতে শুরু করেন। তবে, শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ফিল্ডিংয়ে প্রথমে উইকেট হারান সল্ট। সল্ট আউট হলে ক্যাপ্টেন রোহিত বোলিংয়ে ফিরিয়ে আনেন হার্ষিত রানাকে (Harshit Rana)। পাওয়ার প্লের শেষ ওভারে ডাকেট এবং হ্যারি ব্রুককে আউট করেন হার্ষিত। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৭৭ রান বানায়।
মিডিল ওভারেও উইকেট হারায় ইংল্যান্ড
দীর্ঘ সময় বাদে ইংল্যান্ডের ওডিআই দলে ফিরেছেন জো রুট। ব্যাট হাতে ৩১ বলে একটি চারের বিনিময়ে ১৯ রান বানান তিনি তাকে প্যাভিলিয়ানে ফেরান রবীন্দ্র জাদেজা।
বাটলার-বেথাল ছিলেন ইংল্যান্ডের ভরসা
ইংল্যান্ড দলের হয়ে ভারত সফরে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন ক্যাপ্টেন জস বাটলার। তার ঝলক দেখতে পাওয়া গেল আজকের ম্যাচেও। দ্রুত চার উইকেট হারানোর পর ইংল্যান্ডকে কিছুটা ব্যাকফুটে দেখা গিয়েছিল। তবে দুর্দান্ত প্রদর্শন দেখান ইংল্যান্ড দলের অধিনায়ক বাটলার। ৬৭ বলে চারটি চারের বিনিময়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাটলার। তাছাড়া সঙ্গী হিসেবে তিনি তরুণ জেকব বাথেলকে পেয়েছিলেন।
মিডিল ওভারে রান বানাতে ব্যর্থ হয় ইংল্যান্ড
১৭০ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড দল। ক্যাপ্টেন জস বাটলার আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন। ভারতের বিরুদ্ধে অবশ্য তাকে ছন্দে দেখা যায়নি, আজকের ম্যাচেও আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। ১০ বলে পাঁচ রান বানিয়ে ফেরেন তিনি প্যাভেনিয়ানে।
বেথালের প্রচেষ্টায় ২৪৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ব্যাটিং
ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারাতে শুরু করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৮ বলে ১০ রান বানান ব্রাইডন কার্স। ১৬ বলে ইনিংস খেলে আদিল রশিদ। ১৮ বলে ২১ রান বানান জোফার আর্চার এবং ৬৪ বলে ৫১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন জেকব ব্যাথাল। ৪৭.৪ ওভারে ২৪৮ রানের শেষ হয় ইংল্যান্ড দলের ইনিংস।
ওপেনিং পরিবর্তন দেখা গিয়েছে
ভারতীয় দলের ওপেনিংয়ে দেখা গিয়েছে পরিবর্তন। আজ রোহিত শর্মার সঙ্গে ওপেনিং দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। হাঁটুর চোটের কারণে আজকের ম্যাচ থেকে বাদ পড়েন জয়সওয়াল। যে কারণে তার বদলে দলে সুযোগ পেয়েছিলেন জয়সওয়াল এবং প্রথম ম্যাচে ওপেনিং করার সুযোগ পান জয়সওয়াল।
দ্রুত ওপেনারদের হারায় টিম ইন্ডিয়া
ইংল্যান্ড দলের পেসার জোফরা আর্চার বেশ সমস্যায় ফেলেছিল জয়সওয়ালকে। ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। ক্যাপ্টেন রোহিত শর্মা ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।