কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটিংয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলের ব্যাটিং ধ্বসের মুখ থেকে রক্ষা পাওয়ালেন তিলক ভার্মা (Tilak Varma)। ৫৫ বলে ৭২ রানের ইনিংস ভারতকে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে দিলো। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান বানাতে সক্ষম হয়েছিল, জবাবে ভারত ৪ বল বাঁকি থাকতে ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।
ব্যার্থ ইংল্যান্ডের ওপেনিং জুটি
দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের ওপেনিং জুটি আজকের ম্যাচেও কার্যকর হয়নি। জস বাটলারের বদলে দলের হয়ে ওপেনিং করতে দেখা যাচ্ছে বেন ডাকেট ও ফিলিপ সল্টকে। প্রথম ম্যাচে অর্ষদীপের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফিরেছিলেন সল্ট এবং আজকের ম্যাচে আবার একবার ৩ বল খেলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সল্ট। এরপর তৃতীয় ওভারের শুরুতেই ৬ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডাকেট।
Read More: IND vs ENG 2nd T20i: চেপকের ‘সিংহম’ তিলক বর্মা, রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া !!
বাটলার-ব্রুকের জুটি ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে
প্রথম ম্যাচের মতন আবার একবার দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়ানোর কাজ করলেন বাটলার ও হ্যারি ব্রুক। জস বাটলার দলের হয়ে আবার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন। দলের হয়ে তিনি প্রথম ম্যাচে অর্ধশতাধিক রান বানিয়েছিলেন। আজকের ম্যাচে দ্রুত সূচনা দেন তিনি। ২০ বলে ৩৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল দুজনের মধ্যে।
বরুণের ফাঁদে পা দিলেন ব্রুক
প্রথম ম্যাচের মতন আজকের ম্যাচেও আবার একবার বরুণ চক্রবর্তীকে পড়তে ব্যার্থ হন হ্যারি ব্রুক এবং বরুণের ফিরকির সামনে নিজের উইকেট হারিয়ে ফেলেন।
দ্রুত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড
তিন উইকেট হারানোর পর ইংলিশ দলের ক্যাপ্টেন জস বাটলার আক্রমণ শুরু করেন। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ফেলেন। ৩০ বলে ৪৫ রান বানিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। এমনকি লিয়াম লিভিংস্টোন ছন্দ খুঁজে না পেয়ে ১৫ বলে ১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
স্মিথ-কার্সের জুতো ইংল্যান্ডকে লড়াই করার সুযোগ করে দেয়
৯০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে কঠিন সময়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন জেমি স্মিথ এবং ব্রান্ডন কার্স। প্রথমে জেমি স্মিথ ১২ বলে ২২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। ১টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এরপর, ব্রান্ডন কার্সের ব্যাট থেকেও বেশ রান দেখা গিয়েছে। ১৭ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান বানান তিনি।
১৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ব্যাটিং
দ্রুত উইকেট হারানোর পর কামব্যাক করে ইংল্যান্ড। ভারতীয় প্লেয়ারদের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড দল নির্ধারিত কুড়ি ওভারে ১৬৫ রান যোগ করতে সক্ষম হয়।
শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত
রান তাড়া করতে এসে ১৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় ভারত। প্রথম ওভারে জোফরা আর্চারকে তিনটি বাউন্ডারি হাঁকানোর পর মার্ক উডের পেসে পরাস্ত হয়ে উইকেট হারান ইনফর্ম অভিষেক। এরপর ছন্দ হীন দেখা সঞ্জুও নিজের উইকেট হারিয়ে ফেলেন।
জোফরাকে একহাত নেন তিলক
পাওয়ার প্লের ভরপুর ফায়দা তুলতে চেয়েছে টিম ইন্ডিয়া। তিলক ভার্মা তাই টার্গেট করেন জোফরা আর্চারকে। আর্চারকে তার স্পেলের তৃতীয় ওভারে দুটি ছক্কা এবং একটি চার মারেন।
ক্যাপ্টেন স্কাইয়ের খারাপ ফর্ম অব্যহত
দ্রুত দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন সূর্যকুমার যাদব। ক্যাপ্টেনের ব্যাট থেকে প্রথম বলেই চার দেখে বেশ খুশি হয়েছিল ভক্তরা। তবে, পাওয়ার প্লের শেষ ওভারেই উইকেট হারিয়ে ফেলেন স্কাই। মাত্র ১২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সূর্য।
দ্রুত উইকেট হারায় ভারতীয় ব্যাটসম্যানরা
৭৮ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত ধ্রুব জুড়েল এবং হার্দিক পান্ডিয়া প্যাভিলিয়ানে ফিরে যেতে ভারতীয় দলের জয় নিয়ে শুরু হয় সংশয়। ব্যাট হাতে ধ্রুব চার এবং হার্দিক কেবলমাত্র ৭ রান বানাতে সক্ষম হয়েছিলেন।
ওয়াশিংটন সুন্দর পাল্টা আক্রমণ শুরু করেন
একের পর এক উইকেট হারানোর পর ভারতীয় দলের অন্যতম ভরসা জুটি ছিলেন ওয়াশিংটন ও তিলকের জুটি ব্যাট হাতে মার্ক উডকে আক্রমণ শুরু করেন ওয়াশিংটন ১৯ বলে তিনটি চার এবং একটি ছক্কায় ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।
তিলক ম্যাজিকে জয় টিম ইন্ডিয়ার
১১৬ রানের মাথায় ছয় উইকেট হারায় ভারত। তবে ভারতের পক্ষে ক্রিজে টিকে ছিলেন তিলক ভার্মা। জোফরা আর্চারকে তার শেষ ওভারে টার্গেট করেন তিলক। তার শেষ ওভার থেকে ১৯ রান সংগ্রহ করে তিলক অর্ষদীপের জুটি। রবি অর্ষদীপ সিংয়ের ৪ বলে ৬, বিষ্ণুর ৫ বলে ৯ রান তিলককে জয়ের আশা জাগিয়ে দেয়। শেষ ওভারে ৬ রান বাঁকি থাকতে প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ৪ হাঁকিয়ে জয় সুনিশ্চিত করেন তিলক।