IND vs PAK: ২০২৫ সালের রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ – পর্বের লড়াই শেষের পথে। গতকাল ভারত ও ওমানের বিরুদ্ধের ম্যাচের পর দুই সেমিফাইনালিস্টের নাম নিশ্চিত হয়ে গিয়েছে। এ গ্রুপ থেকে পাকিস্তান ‘সাইন’ এবং ভারত ‘এ’ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। পাশাপশি, গ্রুপ বি- এর ম্যাচগুলো সম্পূর্ণ হওয়ার পরই এই দুই শক্তিশালী দল মিলে শীর্ষ চারে জায়গা পাকা করে নেবে। এ গ্রুপে পাকিস্তান তিন ম্যাচে তিন জয় নিয়ে প্রথমেই সেমিফাইনালের জায়গা পাকা করে নিয়েছিল। অন্যদিকে ভারত পাকিস্তানের কাছে ম্যাচটি হেরে গিয়ে দুই জয় নিয়ে সেমিফাইনলের টিকিট কনফার্ম করে নিয়েছে। ২০২৫’ এর এশিয়া কাপের মতন আবার একবার ভারত ও পাকিস্তানের মোট ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে। এমনকি, দুই প্রতিদ্বন্দ্বী দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে, যদিও সেমিফাইনালে তারা একে অপরের বিপক্ষে পড়বে না।
গ্রুপ পর্যায়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটির পর জানা যাবে কে কোন দলের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি খেলবে। এই গ্রুপের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা ১৯ নভেম্বর। গ্রুপ এ–র শীর্ষ দল প্রথম সেমিফাইনালে খেলবে ভারতের বিরুদ্ধে, আর দ্বিতীয় স্থানে থাকা দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।
READ MORE: গুয়াহাটি টেস্টে বাদ শুভমান গিল, ‘বিদ্রোহী খেলোয়াড়’ ছিনিয়ে নিলো জায়গা !!
গ্রুপ এ–র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’। এই ম্যাচে যে দল জয়ী হবে, তাদের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত। তবে হারের ফলে দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে, আর তখন নেট রান রেটই শেষ কথা বলবে। এখনকার হিসেব অনুযায়ী, বাংলাদেশ ‘এ’ নেট রান রেটে এগিয়ে আছে। তাই সেমিফাইনালের দৌড়ে তাদের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

অন্যদিকে, আফগানিস্তান ‘এ’ – দলের কাছে সুযোগ রয়েছে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছানোর। তবে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে তারা নেট রানরেটে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই কারণেই তাদের ভাগ্য অনেকটাই অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। সব মিলিয়ে, এশিয়া কাপে জমে উঠেছে শেষ চারের লড়াই। ভারত ও পাকিস্তান (IND vs PAK) সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে, এবার সেমিফাইনালে জয় পেলেই আবার একবার ভারত ও পাকিস্তানের মধ্যে মেগা ফাইনাল ম্যাচটি দেখতে পাওয়া যাবে। দুই দলের প্রথম ম্যাচের লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে ভারত মাত্র ১৩৬ রান বানাতে সক্ষম হয়েছিল এবং পাকিস্তান ২ ওভার বাঁকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে জয় সুনিশ্চিত করে নিয়েছিল।