এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দল আন্তর্জাতিক মঞ্চে এশিয়া থেকে উঠে এসে শক্তিশালী জায়গা করে নিয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময় এই মহাদেশ থেকে আফগানিস্তান, বাংলাদেশের সঙ্গে সঙ্গে নেপাল, হংকং, ওমানের মতো পিছিয়ে থাকা দলগুলিও ক্রিকেট মঞ্চে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) উন্মাদনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় এই বছর এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করা হয়েছিল। এর মধ্যেই এবার আসন্ন এই টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হলো।
Read More: IND vs ENG 4th Test: ভরসা যোগাচ্ছেন রাহুল-শুভমান, ধাক্কা সামলে লড়াই জারি টিম ইন্ডিয়া’র !!
এশিয়া কাপের সময়সূচি প্রকাশ-

এই বছর এশিয়া কাপ (Asia Cup) ভারতে আয়োজন করার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক সময় অনেকটাই বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়। এই দুই দেশ কোনো টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে না বলেও জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে। তবে দীর্ঘ টালবাহানার পর এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) সময়সূচি সামনে এসেছে।
টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ পর্বে এই দুই দেশ (IND vs PAK) ১৪ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে। ফলে এই সময়সূচি প্রকাশ হওয়ার পরেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ম্যাচগুলি বয়কট করবেন বলেও জানাচ্ছেন।
এশিয়া কাপ নিয়ে ভক্তদের ক্ষোভ-

কাশ্মীরের পেহেলগামে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে খবর সামনে আসে। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে অনেক ক্রিকেট ভক্ত চাইছেন না যে ভারত আর কোন টুর্নামেন্টে পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামুক। এশিয়া কাপের (Asia Cupk সময়সূচির সামনে আসা পর একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “তাহলে এইসব নাটক শুধু ভারতীয়দের বোকা বানানোর জন্য? বিসিসিআই (BCCI) আপনারা যদি সত্যিই ভারতীয় সেনাবাহিনীদের জন্য গর্বিত হন তাহলে এশিয়া কাপে ভারত পাকিস্তান (IND vs PAK) ম্যাচ বাতিল করার চেষ্টা করুন। ম্যাচটি বাতিল করুন না হলে ভারতীয় ক্রিকেট ভক্তরা ম্যাচটি বয়কট করবে।”
একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলেছেন যে, “এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?” “বিসিসিআই (BCCI) শুধু টাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন সেই ট্যুইট চিত্র-