এশিয়া তথা বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারতীয় তারকা ক্রিকেটাররা দুরন্ত ফর্মে রয়েছে। ফলে ব্লু ব্রিগেডরা প্রতিটি টুর্নামেন্টেই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে বিপক্ষদের চাপের মধ্যে ফেলে। সম্প্রতি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছে ব্লু ব্রিগেডরা। ফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan Match) হারিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে তারা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দিয়েছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারত এবং পাকিস্তান আবারও ক্রিকেট মাঠে নামতে চলেছে।
Read More: “সূর্য উঠবে তবুও নাইট…” KKR-এ যাচ্ছেন না রোহিত শর্মা, রহস্যময় পোস্টে নিশ্চিত করলো মুম্বাই পল্টন !!
আবারও মুখোমুখি ভারত-পাক-

এশিয়ার মধ্যে গত কয়েক বছরে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের মতো দল বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচয় তৈরি করেছে। এই সফল ক্রিকেট দেশগুলি থেকে প্রতি বছর অসংখ্য তরুণ ক্রিকেটাররা উঠে এসে ভক্তদের মন জয় করে নেন। এই কম বয়সী ক্রিকেটারদের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০১৩ সাল থেকে ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু করে।
এবার এই ইমার্জিং টিমস এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ (Asia Cup Raising Star) নামে আত্মপ্রকাশ করতে চলেছে। ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে কাতারের দোহায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গ্ৰুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও চীন। অন্যদিকে গ্রুপ বি’তে ভারত-পাকিস্তানের সঙ্গে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ফলে এই টুর্নামেন্টে ১৬ নভেম্বর আবারও ভারত-পাক মহারণ দেখতে পাওয়া যাবে।
ভারতের ক্রীড়াসূচি-
গ্ৰুপ পর্ব:
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত- ১৪ নভেম্বর ২০২৫ (দুপুর ২:৩০)
ভারত বনাম পাকিস্তান- ১৬ নভেম্বর ২০২৫ (বিকেল ৫:৩০)
ভারত বনাম ওমান- ১৮ নভেম্বর ২০২৫ (বিকেল ৫:৩০)
সেমিফাইনাল:
গ্ৰুপ এ১ বনাম গ্ৰুপ বি২- ২১ নভেম্বর (দুপুর ১২:৩০)
গ্ৰুপ বি১ বনাম গ্ৰুপ এ২- ২১ নভেম্বর (বিকেল ৫:৩০)
ফাইনাল: ২৩ নভেম্বর (বিকেল ৫:৩০)
সুযোগ পাবেন একাধিক তারকা-

এই বছর রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলা দেশগুলির ‘এ’ দল অংশগ্রহণ করবে। বাকি দেশগুলি পূর্ণ শক্তির দল পাঠানোর সুযোগ পাচ্ছে। শেষবার এই টুর্নামেন্টে ভারতীয় ‘এ’ দল ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হারের সম্মুখীন হয়েছিল। সেই দলে ব্লু ব্রিগেডদের হয়ে তিলক বর্মা (Tilak Varma), অভিষেক শর্মা (Abhishek Sharma), অনশুল কম্বোজের (Anshul Kamboj) মতো তারকাদের খেলতে দেখা গিয়েছিল। অভিষেক এবং তিলক বর্তমানে জাতীয় দলের অন্যতম শক্তি।
এবার আসন্ন রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) মতো তরুণ ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দুজনে বর্তমানে নিজের রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছেন। এই বছর আইপিএলের (IPL 2025) দুরন্ত ফর্মে ছিলেন তারা।মাত্র ১৪ বছর বয়সে এই টুর্নামেন্টের দুরন্ত শতরান হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন বৈভব। টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২০০’এর ওপর। অন্যদিকে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং বিপ্রজ নিগমের (Vipraj Nigam) মতো ক্রিকেটাররাও নির্বাচনের বিষয়ে এগিয়ে থাকবেন।