অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেই ভারত-পাকিস্তান ম্যাচ, মস্ত বড় ঘোষণা জয় শাহের !! 1

IND vs PAK: বিশ্ব ক্রিকেটে সবথেকে বড় দুই প্রতিদ্বন্দ্বী হলো ভারত ও পাকিস্তান। দুই দলের মধ্যে খেলা হলেই তা ভক্তদের মধ্যে একটি আবেগ তৈরি করে। দুই দলের খেলা হলে মাঠ থাকে না ফাঁকা। পৃথিবীর যে কোনায় খেলা হোক না কেন ভক্তরা সেই খেলা দেখতে ছুটে যান দেখতে। তবে, এবছর মে’ মাসের দিকে ঘটে যাওয়া পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে বেশ ফাঁটল ধরেছে। দুই দলের মধ্যে ভবিষ্যতে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না বলেও জানতে পারা গিয়েছে। বিগত কয়েক দিনে বেশ কয়েকবার ভারত ও পাকিস্তানকে আইসিসির মঞ্চে মুখোমুখি হতে দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ করে ২০২৫’এর এশিয়া কাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর ২০২৫’এর মহিলা বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল তারা।

জয় শাহের বড় ঘোষণা

Jay Shah, ind vs pak
Jay Shah | Image: Getty Images

২০২৫ সালের এশিয়া কাপে এশিয়া কাপের ট্রফি বিতর্কের পর অনেক জল্পনার অবসান ঘটিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) ঘোষণা করলেন আসন্ন আইসিসি টুর্নামেন্ট গুলিতেও দেখতে পাওয়া যাবে না ভারত বনাম পাকিস্তান ম্যাচ। জয় শাহ জানিয়ে দিয়েছেন আগামী আইসিসির ইভেন্ট গুলিতে ভারত ও পাকিস্তানকে পৃথক গ্রুপে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণ সময়সূচী প্রকাশ করে বড় ঘোষণা করে দিলো জয় শাহ। ২০২৬ সালের ১৬তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকার দুটি দেশে – নামিবিয়া এবং জিম্বাবুয়ে। প্রতিযোগিতাটি চলবে আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগের মতোই এবারও মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ২৩ দিনে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ।

Read More: ‘আমি কি হারমানপ্রীত?…’ – জুনিয়র হেনস্তার অভিযোগে অদ্ভুত সাফাই বাংলাদেশ অধিনায়কের !!

ভারতকে রাখা হয়েছে গ্রুপ এ – তে, যেখানে রয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানকে গ্রুপ বি-তে রাখা হয়েছে। যেখানে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে। দলগুলো ৮ জানুয়ারি আফ্রিকায় পৌঁছে ৯ – ১৪ জানুয়ারি পর্যন্ত প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে। প্রসঙ্গত টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দেখা যাবে তিনটি আকর্ষণীয় ম্যাচ। প্রথম দিনে ভারত বনাম যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড এবং তানজানিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখতে পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে, তানজানিয়া প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে চলেছে।

Read Also: “আমি চাই না ক্যাপ্টেন্সি..”, BCCI’এর মুখের ওপর না বললেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *