“নিজের জন্য খেললে এরকম…” জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৮২ রানে ভারতের ইনিংস শেষ হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধীনয়ায়ক শুভমান গিল (Shubman Gill)। এই ম্যাচে ওপেনার ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মার জায়গায় সুযোগ পেয়েছেন যশস্বী জায়সওয়াল (Yashasvi Jaiswal)। দ্বিতীয় ম্যাচে ওপেনিং করতে আসা অভিষেকের ব্যাট থেকে শতরান আসলেও আজ জয়সওয়ালের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিতে হয় অভিষেককে। তবে, আজ ওপেনিং করতে নামেন ক্যাপ্টেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। প্রথম বারের জন্য পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় দলকে। পাওয়ার প্লের ভিতরেই ৫৫ রান তুলে ফেলে ভারতীয় দল।

১৮২ রানে শেষ হলো ভারতের ব্যাটিং

Ind vs zim
IND vs ZIM | Image: Getty Images

জয়সওয়াল এই সিরিজের প্রথম ম্যাচে ২৭ বলে ১৩৩.৩ স্ট্রাইক রেটে ৩৬ রান বানিয়েছেন এবং আক্রমণাত্মক শট খেলতে গিয়ে রাজার বলে উইকেট হারান তিনি। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যান অভিষেক শর্মা এই ম্যাচে ভক্তদেরকে নারাজ করেছেন। তিনি ৯ বলে একটি চার মেরে মাত্র ১০ রানে আউট হয়ে যান। অন্যদিকে ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাট থেকে আজ কিছু মূল্যবান রান দেখা গেল। ৪৯ বলে ১৩৪.৬৯ স্ট্রাইক রেটে ৬৬ রান বানান তিনি। তার ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা লক্ষ করা গিয়েছে।

অন্যদিকে আজকের ম্যাচেও ভালো পারফরম্যান্স করেছেন রুতুরাজ গায়কওয়াড। চার নম্বরে ব্যাটিং করতে এসে এই ম্যাচে ১৭৫-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ২৮ বলে ৪৯ রান করেছেন, তার ইনিংসে দেখা গিয়েছে ৪টি চার ও ৩টি ছক্কা। প্রথম বারের জন্য আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, এই ম্যাচে ৭ বলে মাত্র ১২ রান করে আউট হন তিনি। আর শেষে ব্যাটে নেমে রিঙ্কু সিংয়ের ১ রানের সাহায্যে ভারত ৪ উইকেটে সিরিজে ২-১ ব্যাবধান নিতে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করতে সক্ষম হয়। ১৮৩ রানের টার্গেট অর্জন করতে ব্যাট করতে নামতে হবে জিম্বাবুয়ে দলকে। ভারতীয় দলের এই ব্যাটিং প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ZIM, 3rd T20i: শুভমান-ঋতুরাজ যুগলবন্দী হারারে’তে, তৃতীয় ম্যাচে ভারতের সংগ্রহ ১৮২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *