সাহাবাজ আহমেদ
জিম্বাবোয়ে সিরিজের শুরুতেই স্পিনার অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দর চোট পেয়ে ছিটকে যাওয়াতে দলের হয়ে ডাক পেয়েছেন তরুণ এই স্পিন অলরাউন্ডার সাহাবাজ আহমেদ। কিন্তু মনে করা যাচ্ছে বর্তমান এই ভারতীয় দলে আক্সার প্যাটেল এবং দীপক হুদার মতো স্পিনার অলরাউন্ডার মজুত আছেন যারা বর্তমানে ভালো পারফর্মেন্স করে চলেছেন তাই পক্ষে দলের হয়ে অভিষেক করার সুযোগ হয়তো নাও আস্তে পারে। কিন্তু যদি ভারতীয় প্রথম দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে সাহাবাজ আহমেদের দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার সুযোগ হলেও হতে পারে।