রুতুরাজ গায়কোয়ার্ড
তরুণ ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যিনি আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই গতবছর শ্রীলংকার বিরুদ্ধে t20 ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করে ফেলেছেন কিন্তু অভিষেক ম্যাচে নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। সদ্য সমাপ্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের অংশ থাকলেও তাকে রিসার্ভ বেঞ্চে বসে থাকতে হয়ে কারণ তার জায়গা শিখর ধবন এবং শুভমান গিল পুরণ করে দিয়েছিলো। তাই মনে করা যাচ্ছে শুরু হত্যা চলা জিম্বাবোয়ে সফরেও তাকে একদিবসীয় ফরম্যাটে অভিষেক করার জন্য বেঞ্চে বসে থাকতে হবে কারণ এই ভারতীয় দলে অনেক ওপেনার ব্যাটসম্যান মজুত রয়েছেন।