“একেই বলে কামব্যাক…” জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৩৪ রান জুড়ে দিল টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !! 1

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে (IND vs ZIM) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। গতকাল প্রথম ওভারে রান না বানিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। তবে আজকের ম্যাচে দ্বিতীয় বলেই ছক্কা হকিয়ে নিজের একাউন্ট খুললেন অভিষেক। যদিও আজ দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল।

আবার একবার পাওয়ার প্লেতে দল কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তবে এই সময় ঋতুরাজ গায়কওয়ার্ড এবং অভিষেক শর্মাকে বেশ দায়িত্ব সহকারে ব্যাটিং করতে লক্ষ্য করা যায়। প্রথমত পাওয়ার প্লে’এর ভিতরে কোনরকম ঝুঁকিপূর্ণ শর্ট খেলতে দেখা যায়নি দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে। তবে পাওয়ার প্লের পরবর্তী সময়ে তারা তাদের হাত খুলতে শুরু করে দেন। অষ্টম ওভারের শেষ বলে লম্বা শট খেলতে গিয়ে অভিষেক ক্যাচ তুলে দেন তবে সেই ক্যাচটি ধরতে পারেননি জিম্বাবুয়ে দলের ফিল্ডার মাসাকাদাজা। একটি সুযোগ পাওয়া মাত্রই অভিষেক তার আক্রমণাত্মক শট গুলি খেলতে শুরু করে দেন।

শতরান হাঁকালেন অভিষেক শর্মা

Abhishek sharma, ind vs zim
Abhishek Sharma | Image: Twitter

১১ তম ওভারে বোলিং করতে আসেন ডিয়ন মায়ার্স, তার ওভারের দ্বিতীয় বলে ৪, তৃতীয় বলে ৬,  চতুর্থ বলে ৪ , পঞ্চম বলে ৬ এবং ষষ্ঠ বলে আবার ৪ রান হাঁকিয়ে অভিষেক এবং ঋতুরাজ এর মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর ক্যাচ ফেলে দেওয়া মাসাকাদাজার ওভারে আবার একবার ভরপুর ফায়দা তুলতে দেখা যায় অভিষেককে। ১৪ তম ওভারে যখন তিনি বোলিং করতে আসেন তখন তার বলে পরস্পর তিনটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতরান পূর্ণ করলেন এই তরুণ। ৪৭ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক। সাতটি চার এবং আটটি ছক্কা হাকিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তবে অভিষেক আউট হওয়ার পর ব্যাটিং করতে আসতে দেখা যায় রিঙ্কু সিংকে (Rinku Singh)।

ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে জুটি বেঁধে রিঙ্কু কে বেশ আক্রমণতা ব্যাটিং করতে দেখা যায়। ইনিংস শেষে ৪৭ বলে ১১ টি চার এবং একটি ছক্কার বিনিময় ৭৭ রানে ইনিংস খেলেন ঋতুরাজ গাইকোয়ার্ড। অন্যদিকে ২২ বলে দুটি চার ও পাঁচটি ছক্কার বিনিময়ে ৪৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। ভারতীয় দল প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ২৩৪ রান বানাতে সক্ষম হয়েছে। ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং অভিষেক শর্মা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ZIM, 2nd T20i: অভিষেকের তাণ্ডবে বিধ্বস্ত জিম্বাবুয়ে, প্রথমে ব্যাট করে ভারত তুললো ২৩৪ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *