ind-vs-wi-test-series-can-be-postponed

IND vs WI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানের ব্যবধানে হেরেছে ভারতীয় দল। কেনিংটন ওভালের ব্যর্থতার পর ভারতের সামনে এখন এক মাস সময় রয়েছে বিশ্রামের। আগামী মাসের গোড়ায় ক্যারিবিয়ান সফরের জন্য উড়ে যাওয়ার কথা বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। সেখানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় দল। খেলবে ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০। এই বছরে টিম ইন্ডিয়ার সামনে রয়েছে এশিয়া কাপ, বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ। তার আগে উইন্ডিজের বিরুদ্ধে সাফল্য পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন ক্রিকেটাররা।

এখনও পর্যন্ত বিসিসিআই-এর তরফে ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা করা হয় নি। তবে শোনা যাচ্ছে টেস্ট এবং একদিনের ম্যাচে পূর্ণ শক্তির ভারতীয় দলকেই দেখা যাবে। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষটা হয়েছে হার দিয়ে। ২০২৩-২৫ সাইকেলের শুরুটা বড় জয় দিয়ে করতে চায় ভারত। অন্যদিকে একদিনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজকে দেখছেন কোহলি, রোহিতরা। টি-২০ দলে সুযোগ পেতে পারেন আইপিএলে সাফল্য পাওয়া একঝাঁক তরুণ। এক মাসের বিরতির পর ভারতীয় দল মাঠে ফেরার অপেক্ষায় থাকলেও তাদের প্রতীক্ষা হয়ত বাড়তে পারে। শোনা যাচ্ছে বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্টের ফাইনালের জন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ পিছিয়ে যেতে পারে।

Read More: IND vs PAK: পরিবর্তন হবে না ম্যাচের ভেন্যু, পাকিস্তানের করা অনুরোধ খারিজ করল BCCI, সাথ দিল ICC !!

বিশ্বকাপের জন্য পিছিয়ে যাচ্ছে টেস্ট সিরিজ ?

West Indies Cricket team | IND vs WI | Image: Getty Images
West Indies Cricket team | IND vs WI | Image: Getty Images

ভারতের মাটিতেই বসতে চলেছে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে দশটি দল। এর মধ্যে আটটি দলের নাম নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফিগানিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে বাকি দুই দল কারা হবে তা ঠিক হবে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। বর্তমানে কোয়ালিফায়ার টুর্নামেন্ট চলছে জিম্বাবুয়েতে। স্কটল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের মত দেশের সাথে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। গত ২০২২-এর টি-২০ বিশ্বকাপে কোয়ালিফাইং পর্ব থেকে হেরে ছিটকে যেতে হয়েছিলো তাদের। একদিনের বিশ্বকাপের আগে সেই অঘটন ঘটুক তা চাইছেন না হোল্ডার (Jason Holder), রস্টন চেজ’রা (Roston Chase)।

ঘটনাচক্রে বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হতে চলেছে ৯ জুলাই। এবং ভারতের বিরুদ্ধে উইন্ডিজ দলের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ১২ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ যদি যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে ওঠে তাহলে ক্রিকেটাররা মাত্র দিন তিনেকের মধ্যে কি করে দেশে ফিরে টেস্টে অংশ নেবেন তা নিয়ে দেখা গিয়েছে সংশয়। জেসন হোল্ডার (Jason Holder), রস্টন চেজ (Roston Chase), কাইল মেয়ার্স (Kyle Mayers), আলঝারি জোসেফের (Aljzharri Joseph) মত অভিজ্ঞ খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট এবং একদিনের ম্যাচ-দুই ফর্ম্যাটেই নিয়মিত। নির্ধারিত সময়ে টেস্ট সিরিজ শুরু হলে আদৌ তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে উইন্ডিজ ক্রিকেটমহলের কপালে। অনেকেই মনে করছেন যে টেস্ট সিরিজ হয়ত কয়েকদিন পিছিয়ে দেওয়া হতে পারে।

উইন্ডিজ বোর্ডের তরফ থেকে এসেছে বার্তা-

West Indies Cricket team | IND vs WI | Image: Getty Images
West Indies Cricket team| Image: Getty Images

ইনসাইড স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে উইন্ডিজ ক্রিকেটের সাথে জড়িত এক কর্মকর্তা জানাচ্ছেন যে টেস্ট সিরিজ পিছিয়ে দেওয়ার কোনো ভাবনাচিন্তা আপাতত তাঁদের নেই। বিশ্বকাপ কোয়ালিফাইং টুর্নামেন্টের সেরা দুই দল জায়গা করে নেবে একদিনের বিশ্বকাপের মূল পর্বে। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছানো মানে এমনিতেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা। সেই কারণে ফাইনালের ফলাফল নিয়ে বিশেষ ভাবিত নয় ওয়েস্ট ইন্ডিজ।

সেই কর্মকর্তা সাক্ষাৎকারে জানান, “বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনাল অর্থহীন। সেই কারণে আমাদের টেস্ট ক্রিকেটাররা এই ম্যাচে অংশ নেবেন না। তবে আমাদের আগে ফাইনাল নিশ্চিত করতে হবে।” বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় শুরুটা ভালোই করেছে উইন্ডিজ দল। নিজেদের প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে হারিয়েছে তারা। অর্ধশতক করেন জনসন চার্লস (Johnson Charles), জেসন হোল্ডার (Jason Holder) এবং রস্টন চেজ (Roston Chase)। তাদের দ্বিতীয় ম্যাচ ২২ জুন নেপালের বিরুদ্ধে। এখনও অবধি ক্রমতালিকায় A গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে উইন্ডিজ দল।

ভারতের উইন্ডিজ সফরের ক্রীড়াসূচি-

টেস্ট

  ম্যাচ      তারিখ    ভেন্যু
প্রথম টেস্ট ১২-১৬ জুলাই, ২০২৩ উইন্ডসর পার্ক, ডোমিনিকা
দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুলাই, ২০২৩ কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ

একদিনের ম্যাচ

      ম্যাচ    তারিখ          ভেন্যু
প্রথম একদিনের ম্যাচ ২৭/০৭/২০২৩ কেনসিংটন ওভাল, বার্বাডোজ
দ্বিতীয় একদিনের ম্যাচ ২৯/০৭/২০২৩ কেনসিংটন ওভাল, বার্বাডোজ
তৃতীয় একদিনের ম্যাচ ০১/০৮/২০২৩ ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি

টি-২০

     ম্যাচ    তারিখ          ভেন্যু
প্রথম টি-২০ ম্যাচ ০৩/০৮/২০২৩ ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি
দ্বিতীয় টি-২০ ম্যাচ ০৬/০৮/২০২৩ ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
তৃতীয় টি-২০ ম্যাচ ০৮/০৮/২০২৩ ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
চতুর্থ  টি-২০ ম্যাচ ১২/০৮/২০২৩ ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা
পঞ্চম টি-২০ ম্যাচ ১৩/০৮/২০২৩ ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা

Also Read: IND vs PAK: ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে উধাও সৌহার্দ্য-মিত্রতা, ম্যাচ চলাকালীন চলল কিল-চড়-ঘুসি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *