IND vs WI: টিম ইন্ডিয়ায় চলছে আম্বানির 'দাদাগিরি', মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পারফমেন্স দেখালেই পাচ্ছে জাতীয় দলের টিকিট !! 1

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বুধবার রাতে ঘোষণা করা হয়েছে। অজিত আগারকার প্রধান নির্বাচক হয়েই ৩ আগস্ট থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডায় (মার্কিন যুক্তরাষ্ট্র) খেলার জন্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে মনোনীত করেছে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব। আইপিএলে সবাইকে মুগ্ধ করা তিলক ভার্মা এবং যশস্বী জয়সওয়ালে সুযোগ পেয়েছেন নতুন মুখ। তবে কেকেআরের রিংকু সিং জায়গা পাননি।

Read More: IND vs WI: “পারফর্মেন্সে কাজ হবে না, ঘুষ দিতে হবে”, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রিঙ্কু সিং বাদ পরায় উত্তাল সোশ্যাল মিডিয়া !!

মুম্বাই ‘ম্যাজিকে’ই কি দলে জায়গা?

IND vs WI
Ishan Kishan

এই দলের দুই স্পেশালিস্ট ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। সহ-অধিনায়কের দায়িত্ব নেওয়ার পাশাপাশি মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দিয়ে নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কমান্ডে থাকবেন। অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোইয়ের মতো চার বিশ্বমানের স্পিনার দলে জায়গা পেয়েছেন।

ওয়ানডে দলের পর টি-টোয়েন্টি দলেও ফিরেছেন ওমরান মালিক। আবেশ খানের ওপর আস্থা প্রকাশ করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের পর মুকেশ কুমারকেও টি-টোয়েন্টিতে নেওয়া হয়েছে। তবে উইকেটরক্ষকের জায়গায় সঞ্জু স্যামসনের সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন ইশান কিষাণ। এই একটা জায়গা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কীভাবে তিনি দলে সুযোগ পেলেন সেটা একটা বড় রহস্য। এছাড়া, মুম্বাইয়ের দুই আরও ক্রিকেটার, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাও দলে জায়গা পেয়েছেন।

টাকার খেলা দেখছে ওয়াকিবহাল মহল

IND vs WI

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাননি রিংকু সিং, ঋতুরাজ গায়কোয়াডের মতো ক্রিকেটাররা। এবারের আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ক্রিকেটাররা। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আহামরি কিছু না করেই দলে সুযোগ পেয়ে গেলেন ইশান কিষাণ। তবে কি মুম্বাই ইন্ডিয়ান্সের টাকার জোর কাজ করছে জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে?

এমনটাই মনে করছেন বেশ কিছু বিশেষজ্ঞ। না হলে, কী করে ফর্মে থাকা ক্রিকেটারদের টপকে দলে জায়গা করে নিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান? বিভিন্ন সূত্রের মতে নিজের দলের খেলোয়াড়দের জাতীয় দলে ঢোকানোর ক্ষেত্রে অর্থ খরচ করতেও পিছপা হচ্ছে না মুম্বাই ম্যানেজমেন্ট। আর তারই প্রভাব পড়ছে জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনের ক্ষেত্রে।

Also Read: IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, দলের জন্য রোহিত শর্মা দেবেন আত্ববলিদান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *