৩. নভদীপ সাইনি
এই তালিকায় তৃতীয় তথা শেষ নাম নভদীপ সাইনির। তিনি শেষবার ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। কিন্তু এরপর তাকে শুধুমাত্র এই বছর আইপিএল ২০২২ এই খেলতে দেখা গিয়েছে। আইপিএলেও তিনি দুরন্ত প্রদর্শন করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাকে এই সফরে নির্বাচকরা দলের বাইরেই রেখেছেন।
নভদীপ সাইনির ওয়ানডে প্রদর্শনের কথা বলা হলে, তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮টি ম্যাচে ৬.৭৮ ইকোনমি রেটে রান দিয়ে মাত্র ৬টি উইকেটই নিতে পেরেছেন। প্রদর্শনের দিক থেকে নভদীপ খুব বেশি প্রভাবিত করতে না পারলেও তিনি আরও কয়েকটি সুযোগ পাওয়ার দাবিদার ছিলেন।