IND vs WI: রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই গুরুত্বপূর্ণ সিরিজে ভারতীয় দল খুবই সহজে ২-০ ব্যাবধানে জয়লাভ করে নিলো। প্রথম টেস্টটি নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারতীয় দল উইন্ডিজ দলকে ইনিংস এবং ১৪০ রানে পরাস্ত করেছিল। প্রথম টেস্টে জয়ের পর ভারতীয় দল দিল্লিতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্টে (IND vs WI) টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ৫ উইকেটে ৫১৮ রান বানিয়েছিল। ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ১৭৫ রান বানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং ১২৯ রান বানিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। পাশাপশি ৮৭ রানের ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)।
প্রথম ইনিংসে অসাধারণ পারফরম্যান্সের পর ভারতীয় দলের বোলাররাও অনবদ্য বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন প্রথম ইনিংসে। উইন্ডিজ দল প্রথম ইনিংসে ১০ উইকেটে ২৪৮ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতে হয়ে ৫ উইজেট তুলে নেন কুলদীপ যাদব। ৩টি পেয়েছিলেন জাদেজা ও ১টি করে উইকেট নেন বুমরাহ ও সিরাজ। এরপর আবার উইন্ডিজ দলকে ব্যাটিংয়ে পাঠান শুভমান। ফলো অন নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে উইন্ডিজ দলের হয়ে দুই তারকা ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। জন ক্যাম্পবেলের (John Campbell) ব্যাট থেকে এসেছিল ১১৫ এবং সাই হোপের ব্যাট থেকে এসেছিল ১০৩ রান। উইন্ডিজ দল দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটে ৩৯০ রান বানাতেই সক্ষম হয়েছিল।
Read More: IND vs WI: শোকের ছায়া ক্রিকেট বিশ্বে, চলতি টেস্টের মাঝেই প্রাণ হারালেন কিংবদন্তি ক্রিকেটার !!
অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতলো ভারত

ভারতীয় দলকে জেতার জন্য ১২১ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনের শুরুতে ১ ঘন্টার মধ্যেই ভারতীয় দল জয় ছিনিয়ে নিলো। ভারতের হয়ে অনবদ্য অর্ধশতরান হাঁকিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। ১০৮ বলে ৬টি চার এবং ২টি ছক্কায় অপরাজিত ৫৮ রান বানিয়েছেন রাহুল। তাছাড়া, গত দিন শুরুতেই উইকেট হারিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ৭ বলে ৮ রান বানিয়ে আউট হয়ে যান জয়সওয়াল। তাছাড়া, ৭৬ বলে ৩৯ রান বানিয়েছিলেন সাই সুদর্শন। ১৫ বলে ১৩ রান বানান শুভমান গিল (Shubman Gill) এবং ৬ রানে অপরাজিত ইনিংস খেলেন। ৩৫.২ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয় ভারত। ভারতের এই জয়ের সাথে সাথে সিরিজে ২-০ ব্যাবধানে জয় ছিনিয়ে নিলো ভারত।