IND vs WI: দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার থেকে মাত্র ৫৮ রান দূরে রয়েছে। ফলো অন দেওয়ার পর ভারতীয় দলের সামনে ১২১ রানের লক্ষমাত্রা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দিনের শেষে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৬৩/১। ওপেনার যশস্বী জয়সওয়াল (৮) দ্রুত আউট হলেও, কেএল রাহুল (২৫*) ও সাই সুদর্শন (৩০*) ইনিংস সামলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথম ইনিংসে ভারতের বানানো ৫১৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল।
Read More: বেজে গেল গিলের বিদায় ঘন্টা, অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাই সামলাবেন নেতৃত্বের দায়িত্ব !!
চালকের আসনে টিম ইন্ডিয়া

এরপর ফলো অন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে ফাইট ব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ । দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১৫ রানের লড়াকু ইনিংস খেলেন উইন্ডিজ দলের ওপেনার ব্যাটসম্যান জন ক্যাম্পবেল (John Campbell)। তাছাড়া, ১০৩ রানের ইনিংস এসেছিল শাই হোপের (Shai Hope) ব্যাট থেকে। জাস্টিন গ্রেভস বানিয়েছিলেন ৫০ রান এবং ৪০ রানওয়ের ইনিংসটি খেলেছিলেন ক্যাপ্টেন রোস্টন চেজ। উইন্ডিজ দল ১১৮.৫ ওভার ব্যাটিং করে ১০ উইকেটে ৩৯০ রান বানাতে সক্ষম হয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে দ্বিতীয় ইনিংসে বোলারদের বেশ বিপাকে ঠেলে দিয়েছিলেন উইন্ডিজ দলের ব্যাটসমান রা।
ভারতীয় দলের হয়ে এই ইনিংসে সফল বোলার ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দুজনে এই ইনিংসে ৩ টি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি , ২ উইকেট তুলেছিলেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং ১ টি করে উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াসিংটন সুন্দর। এই ম্যাচে কিছুটা হলেও ফাইট ব্যাক দেখিয়েছে উইন্ডিজ দল। পঞ্চম দিনে খেলার ফলাফল প্রকাশ্যে আসবে এবং ভারতীয় দলের কাছে এই ম্যাচটি খুব সহজেই জেতার ও উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার ক্ষমতা রয়েছে।