যশস্বী-গিলের সেঞ্চুরির পর জাদেজার অনবদ্য বোলিং, দ্বিতীয় দিন শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !! 1

IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে আপাতত চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল  টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত প্রদর্শন দেখিয়েছে। উইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) নামে লেখা। দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান প্রথম দিনে ১৭৩ রানে অপরাজিত ছিলেন। পরের দিন সকালে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ভুল বোঝাবুঝির কারণে উইকেট হারিয়ে ফেলেন। যশস্বী তাঁর তৃতীয় ডবল সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন। তবে তিনি সেই রান বানাতে ব্যার্থ হন। ২৫৮ বল খেলে ১৭৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন এই তরুণ তুর্কি।

ভারতের ইনিংসে প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করেন সাই সুদর্শনও (Sai Sudharsan)। ১৬৫ বলে ৮৭ রানের ব্যাক্তিগত ইনিংস খেলেন তিনি। শতরানের খুব কাছাকাছি এসে এলবিডব্লুউ হয়ে যান তিনি। পাশাপশি এই ম্যাচে অনবদ্য একটি সেঞ্চুরি হাঁকান ক্যাপ্টেন শুভমান গিল। প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে দুর্দান্ত একটি অর্ধশতরান এসেছিল। দ্বিতীয় ম্যাচে, ১৯৬ বলে ১৬টি চার এবং ২টি ছক্কায় ১২৯ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন শুভমান। উপরে ব্যাটিং করতে এসে নীতিশ রেড্ডি ৫৪ বলে চারটি চার এবং দুটি ছক্কায় ৪৩ রান বানান এবং ধ্রুব জুড়েল ৭৯ বলে ৪৪ রান বানিয়ে আউট হতেই ইনিংস সমাপ্তির ঘোষণা দেন ক্যাপ্টেন শুভমান। ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান বানাতে সক্ষম হয়েছিল। উইন্ডিজ দলের পক্ষ থেকে ৩ উইকেট তুলে নেন ওয়ারিকান এবং ১ উইকেট নেন রোস্টন চেজ।

চালকের আসনে টিম ইন্ডিয়া

Ind vs wi
IND vs WI | Image: Getty Images

ভারতীয় দলের এই পাহারসমান রানের সামনে ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ দলের ওপেনার জন ক্যাম্পবেল। ২৫ বলে ১০ রান বানিয়ে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি। এরপর, অথানজে ও চন্দ্রোপালের মধ্যে ৬৬ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। জাদেজা আবার সেই পার্টনারশিপ ভাঙলেন। ৬৭ বলে ৩৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন চন্দ্রোপাল। আপাতত উইন্ডিজ দলের হয়ে সর্বাধিক ৪১ রান বানানো অলীক অথানজে কুলদীপের জালে জড়িয়ে পড়েন। ক্যাপ্টেন চেজ খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। আপাতত ৪৬ বলে ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন সাই হোপ এবং ৩১ বলে ১৪ রান বানিয়ে অপরাজিত টেভিন ইমলাক। ৪৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান বানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আপাতত দ্বিতীয় দিন শেষে ৩৭৮ রানে পিছিয়ে উইন্ডিজ দল।

Read Also: IND vs WI: শুভমান গিলের ভুলে রান আউট যশস্বী! ভেঙে গেল জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *