IND vs WI: ভারতের দাপট! ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে উড়িয়ে দিলো গিল বাহিনী !! 1

IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক তরফা ভাবে জয় সুনিশ্চিত করলো। এই ম্যাচের কথা (IND vs WI) বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কঠিন উইকেটে ভারতীয় দলের বোলিং লাইন আপের সামনে টিকতে পারেনি উইন্ডিজ ব্যাটিং দল। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০ উইকেটে ১৬২ রান বানিয়েছেন। উইন্ডিজ দলের হয়ে সর্বাধিক জাস্টিন গ্রেভস ৪৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তাছাড়া, সাই হোপের ব্যাট থেকে এসেছিল ২৬ রান এবং ক্যাপ্টেন চেজ ২৪ রান বানিয়েছিলেন। প্রথম ইনিংসে উইন্ডিজ দল ১০ উইকেটে ১৬২ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের হয়ে ৪ উইকেট পান সিরাজ, ৩ উইকেট নেন বুমরাহ, ২ উইকেট নেন কুলদীপ ও ১ উইকেট পান সুন্দর।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দলের হয়ে শুরুটা ভালো করেন জয়সওয়াল। ৩৬ রানে আউট হন জয়সওয়াল। ৭ রানে আউট হন সুদর্শন। তাছাড়া, ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাপ্টেন গিল। ভারতের হয়ে তিন জন খেলোয়াড় শতরান হাঁকিয়েছেন। কেএল রাহুল ১০০, রবীন্দ্র জাদেজা  ১০৪ ও ধ্রুব জুড়েল ১২৫ রান বানিয়েছিলেন। ভারত ১২৮ ওভারে ৫ উইকেটে ৪৪৮ রান বানিয়ে ইনিং ডিক্লিয়ার করে দিয়েছিলেন।

Read More: বাদ অভিষেক শর্মা, এন্ট্রি নিলেন রিয়ান পরাগ, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল !!

সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া

Ind vs wi
IND vs WI | Image: Getty Images

এরপর ব্যাটিং করতে আসে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ দল ৪৫.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। দলের হয়ে, সর্বাধিক ৩৮ রান বানান অলীক অ্যাথানজে। শুরুতে চন্দ্রপাল বানান ৮, ক্যাম্পবেল (১৪), ব্রান্ডন কিং (৫), রস্টন চেজ (১), সাই হোপ (১), জাস্টিন গ্রেভস (২৫), খ্যারি পেরি (১৩), ওয়ারিকান (০), জোহান লেনি (১৪) ও জেডেন সিলস (২২) রান বানান। ওয়েস্ট ইন্ডিজ দলের থেকে এখন আর টেস্ট ক্রিকেটে কোনো দাপট দেখতে পাওয়া যায়না বললেই চলে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে চারটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, তিনটি উইকেট নিয়েছেন মোহম্মদ সিরাজ। দুই উইকেট নিয়েছেন কুলদীপ ও একটি পেয়েছেন সুন্দর। ভারতীয় দল উইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে পরাজিত করেছে। আজকের জয়ের পাশাপাশি, ভারতীয় দল চলমান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Read Also: বাদ রোহিত-বিরাট, সুযোগ পেলেন শ্রেয়স আইয়ার, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *