ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিনই দারুণ আধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরু থেকেই ভারতীয় বোলাররা আগুনে মেজাজে বোলিং করছিলেন। মাত্র চতুর্থ ওভারে মহম্মদ সিরাজ তুলে নেন টেগনারায়ন চন্দ্রপালের উইকেট। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর সপ্তম ওভারে জসপ্রিত বুমরাহ প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জন ক্যাম্পবেলকে। উইন্ডিজ দলের হয়ে ইনফর্ম ব্যাটার ব্র্যান্ডন কিংও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ১৩ রান করে তিনিও ফেরেন সাজঘরে।
এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন সাই হোপ ও দলের অধিনায়ক রোস্টন চেজ। তাদের জুটিতে এসেছিল ৪৮ রান। তবে তারকা স্পিনার ও এশিয়া কাপের সবথেকে ভ্যালুএবেল খেলোয়াড় কুলদীপ যাদব সেই পার্টনারশিপ ভেঙে দেন। হোপ আউট হওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ পর্যন্ত পুরো দল মাত্র ৪৪.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়। মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) তুলে নেন সর্বাধিক ৪ উইকেট, জসপ্রীত বুমরাহ তুলে নেন ৩টি উইকেট। তাছাড়া তারকা স্পিনার কুলদীপ তুলে নেন ২টি এবং ওয়াশিংটন সুন্দর পান ১টি উইকেট। জবাবে ভারতীয় দলের শুরুটা ছিল দুর্দান্ত।
Read More: এশিয়া কাপের পর আবারও মুখোমুখি ভারত-পাক, শ্রীলঙ্কার মাটিতে হবে মর্যাদার লড়াই !!
শক্তিশালী জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া

কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ওপেনিং জুটিতে গড়ে তোলেন ৬৮ রান। তবে, ইনফর্ম জয়সওয়াল ৩৬ রানে উইকেট হারিয়ে ফেলেন। তবে, কেএল রাহুল ছিলেন অত্যন্ত অনড় ও আত্মবিশ্বাসী। ব্যাটিং করতে এসে সাই সুদর্শন খুব একটা ছন্দ দেখাতে পারেননি। মাত্র ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সুদর্শন। তবে দিনের শেষে রাহুল ও শুভমান গিল মিলে ইনিংস সামলে নেন। প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল ২ উইকেটে ১২১ রান সংগ্রহ করে। কেএল রাহুল মোট ৫৩ রান বানিয়ে অপরাজিত ছিলেন এবং ১৮ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল। প্রথম দিন শেষে ভারতীয় দলের আধিপত্য ছিল। প্রথমে বল হাতে উইন্ডিজ দলকে বিপাকে ফেলার পর ব্যাট হাতে শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় দল।