IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 1

IND vs WI: ভারতে ফিরেছে টেস্ট ক্রিকেটে। ঘরের মাঠে ভারতীয় দল প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। প্রথম দিন শেষে ভারতীয় দল উইন্ডিজ দলকে ৪৪.১ ওভারেই অলআউট করে দিয়েছে। উইন্ডিজ দল ১০ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৬২ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারত প্রথম দিন শেষে ২ উইকেটে ১২১ রান বানিয়েছে।

শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের

IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 2
Mohammed Siraj | Image: Getty Images

অস্ট্রেলিয়ার কাছে ব্যাটিং ব্যার্থতার পর ওয়েস্ট ইন্ডিজ দল ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে চতুর্থ ওভারের শেষ বলে উইকেট হারিয়ে ফেলেন টেগনারায়ন চন্দ্রপাল। মহম্মদ সিরাজের বলে ১১ বলে ০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর, সপ্তম ওভারের প্রথম বলে জন ক্যাম্পবেলকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ।

তাসের ঘরের মতন ভাঙতে থাকে উইন্ডিজদের ব্যাটিং

দুই উইকেট হারানোর পর আবার দশম ওভারের শেষ বলে উইকেট হারিয়ে ফেলেন ইনফর্ম ব্র্যান্ডন কিং। ১৫ বলে ১৩ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। পরেই ১২ তম ওভারের চতুর্থ বলে অ্যলীক অথানজে ১২ রান বানিয়ে সিরাজের শিকার হয়েছিলেন। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

Read More: এশিয়া কাপ শেষ হতেই দেশ ছাড়া হলেন এই খেলোয়াড়, পেলেন দেশদ্রোহীর তকমা !!

সাই হোপ ও চেজের মধ্যে গড়ে ওঠে পার্টনারশিপ

IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 3
Sai Hope | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিছুটা ছন্দ দেখান সাই হোপ এবং রোস্টন চেজ। দুজনের মধ্যে ৭০ বলে ৪৮ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। সেই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৩৬ বলে ২৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন হোপ।

গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙলেন কুলদীপ

পঞ্চম উইকেট হারানোর পর ক্যাপ্টেন চেজও নিজের উইকেট হারিয়ে ফেলেন। সিরাজের বলে ৪৩ বলে ২৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ। এরপর, জাস্টিন গ্রেভস ও খ্যারি পেরির মধ্যে ৬৬ বলে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। পেরি ৩৪ বলে ১১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। ১৪৪ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে ফেলেন তিনি।

১৬২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ দল

IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 4
Team India | Image: Getty Images

এরপর বাঁকি উইকেট গুলি উইকেট হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি। ১৮ রানের মাথায় বাঁকি ৩ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ দল। মাত্র ১৬২ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ দল। ভারতীয় দলের পক্ষ থেকে সর্বাধিক ৪ উইকেট তুলে নেন মোহম্মদ সিরাজ। ৩ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ, ২ উইকেট নেন কুলদীপ যাদব এবং ১ উইকেট নেন ওয়াসিংটন সুন্দর। ৪৪.১ ওভারেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শুরুটা ভালো হয়েছিল ভারতের

IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 5
Yashasvi Jaiswal and KL Rahul | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। দুজনের মধ্যে ৬৮ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্যাট হাতে জয়সওয়াল ৫৪ বলে ৩৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। জেডন সেলসের বলে উইকেট হারান তিনি। যদিও অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং চালাচ্ছিলেন ইনফর্ম কেএল রাহুল।

এবারেও কম রানে আউট সুদর্শন

Ind vs wi
Sai Sudharsan | Image: Getty Images

ইংল্যান্ড সিরিজে অভিষেক করার পর সেভাবে ছন্দ দেখাতে পারেননি সাই সুদর্শন। দুই তারকার মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠলেও তা বেশিক্ষন স্থায়ী হয়নি। ৩৯ বলে ২২ রানের পার্টনারশিপ হয়েছিল তাদের মধ্যে। যেখানে ১৯ বলে ৭ রান বানিয়ে রোস্টন চেজের বলে আউট হন সুদর্শন।

অনবদ্য ব্যাটিং করলেন কেএল রাহুল ও গিল

IND vs WI 1ST TEST 2025 DAY 1 HIGHLIGHTS: আহমেদাবাদে দুরন্ত শুরু, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া !! 6
KL Rahul | Image: Getty Images

ভারতের জার্সিতে অনবদ্য ব্যাটিং করলেন কেএল রাহুল। শেষপর্যন্ত ১১৪ বলে ৬টি চারের বিনিময়ে ৫৩ রান বানান কেএল রাহুল। ৯০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন শুভমান গিল। ভারতীয় দলের অধিনায়কের সাথে রাহুল ৭৯ বলে ৩১ রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। দিন শেষে ভারতীয় দল ২ উইকেটে ১২১ রান বানায়। শুভমান ৪২ বলে ১৮ রান বানিয়ে অপরাজিত রয়ে গিয়েছেন।

Read Also: ট্রফি বিতর্কে এবার আইনি পদক্ষেপ BCCI’এর, জেলের অন্ধকারে মহসিন নকভি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *