IND vs SL: নতুন অধিনায়ক ও নতুন কোচের নেতৃত্বে ভারতীয় দল আপাতত চরম আত্মবিশ্বাস নিয়ে শ্রীলংকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তার অধিনায়কত্বের পরীক্ষায় আপাতত সফল হয়েছেন। গতকাল লো স্কোরিং ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের মতন প্রদর্শন করলো টিম ইন্ডিয়া। তবে, ভারতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। সামনেই ওডিআই সিরিজ জয় করবার লক্ষ থাকবে টিম ইন্ডিয়ার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে মাথায় রেখে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে (IND vs SL) ভারতীয় দলে বড় পরিবর্তন দেখা গিয়েছে।
দলে ফিরলেন রোহিত-কোহলি
ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে মস্ত বড় পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের এই দুই কিংবদন্তিকে এই সিরিজটি খেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন। পাশাপশি, লম্বা সময় বাদে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘন করার জন্য তাকে দল থেকে বাইরে থাকতে হয়েছে গত ৫মাস। আবার তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
Read More: IND vs SL, 3rd T20i: অধিনায়কত্বের মাস্টারক্লাস সূর্যকুমারের, রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত !!
পাশাপশি উইকেট কিপিং গ্লাভ হাতে এবার ভারতীয় দলে দুই অভিজ্ঞ প্লেয়ারদের খেলতে দেখা যাবে। ভারতীয় ওডিআই দলে দীর্ঘ ২ বছর পর এন্ট্রি নিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শুধু তাই নয় পন্থের সঙ্গে কেএল রাহুলকেও (KL Rahul) দলের হয়ে মিডিল অর্ডারের দায়িত্ব পালন করতে দেখতে পাওয়া যাবে। যদিও রাহুল শেষবার রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তবুও আসন্ন সিরিজে রাহুলকে পরিবর্তন করে দলের সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলের (Shubman Gill) হাতে। ভবিষ্যতে গিলকে জাতীয় দলের অধিনায়ক বানানোর তাগিদে রোহিতের ডেপুটি হিসাবে শুভমান গিলকে এই গুরু দায়িত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)।
তরুণ খেলোয়াড়দের প্রথম বারের জন্য দেওয়া হলো সুযোগ
ওডিআই দল থেকে বিশ্রাম নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় দল থেকে বাইরে চলে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাক্তিগত কারণে তিনি এই সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন। অন্যদিকে বেশ কিছু তরুণ প্রতিভাকেও জাতীয় দলে দেখতে পাওয়া যাবে। রিয়ান পরাগ (Riyan Parag) ও হার্ষিত রানাকে (Harshit Rana) ওডিআই সিরিজের জন্য নির্বাচন করা হয়েছে। শুধু তাই নয়, রোহিত ও কোহলি দলে ফিরলেও রবীন্দ্র জাদেজাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তার বদলে অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) নির্বাচিত করেছে দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (C), শুভমান গিল (VC), বিরাট কোহলি, কেএল রাহুল (WK), ঋষভ পন্থ (WK), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।