আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। আবার একবার বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে খেলা শুরু হয়। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিত আশালঙ্কা। ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে এসে, ভারতীয় দলের হয়ে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছেন ব্যাটসম্যানরা। আজকের ম্যাচে পাওয়ার প্লের ভিতরের চার উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।

জয়সওয়াল ৯ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন, তাছাড়া ৪ বলে আবার একবার শুন্য রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এমনকি আজকের ম্যাচে আগে ব্যাটিং করার সুযোগ পান রিঙ্কু সিং (Rinku Singh)। তবে তিনিও ২ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তিনিও ৯ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে শেষের দিকে শুভমান (Shubman Gill) ৩৭ বলে ৩৯ রান বানান, রিয়ান পরাগের ব্যাট থেকে ১৮ বলে ২৬ রান বানান এবং ওয়াসিংটন সুন্দর ১৮ বলে ২৫ রান বানান এবং ভারতীয় দলের ইনিংস ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৭ রান বানিয়েছে।

শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নেন মহেশ তিকশনা। ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ১টি করে উইকেট নেন ওয়াকিরামা, মেন্ডিস ও ফার্নান্দো। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

https://twitter.com/Devendra786s/status/181832724606898219

Read Also: IND vs SL, 3rd T20i: নড়বড়ে ব্যাটিং ভোগালো ভারত’কে, শুভমান-রিয়ানের প্রতিরোধে স্কোরবোর্ডে ১৩৭ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *