Toss

IND vs SA: ১১ই অক্টোবর মঙ্গলবার, আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দিল্লির অরুণ জেইটলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজের নির্ণায়ক ম্যাচ অর্থাৎ তৃতীয় ওয়ানডে(ODI) ম্যাচ । এই সিরিজের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতে সিরিজ ১-০ তে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে বল হাতে মহম্মদ সিরাজ এবং ব্যাট হাতে ঈশান কিসান ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ ম্যাচ জিতে সিরিজ ১-১ সমান করে ভারতীয় ক্রিকেট দল । সুতরাং আজকের এই মরণ-বাঁচন ম্যাচের জয় নির্ধারিত করবে কোন দল এই সিরিজের বিজয়ী হবে এবং ট্রফি হাতে নেবে। তবে সিরিজের আগামী দুই ম্যাচের মতোই এই ম্যাচের টসের সময় ও নির্ধারিত করা হয়েছিল ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টার সময়। তবে ম্যাচের অনিমন্ত্রিত অতিথি অর্থাৎ বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটানোর কারণে সময় পরিবর্তন করতে হয় টসের। তবে বৃষ্টি শান্ত হওয়ায় শেষপর্যন্ত ম্যাচের টস সম্পন্ন হলো দুপুর ১টা ৪৫ মিনিটে। এবং ম্যাচ শুরু হবে ২টা ১৫ মিনিটে। এবং টসে জিতে ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।IND vs SA: বৃষ্টির কারণে দেরিতে হলো টস, সিরিজে কব্জা জমাতে দলে এই দুর্দান্ত পরিবর্তন !! 1

টস জেতার পর ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, “আমরা প্রথমে বল করব। আমি অনুভবকরি উইকেটে কিছুটা আর্দ্রতা রয়েছে এবং আমরা সেটি অন্বেষণ করতে চাই। দলের ছেলেরা চাপে ভালো খেলেছে।আমরা একই দল নিয়ে যাচ্ছি।”

অপরদিকে টস হারার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার বলেন, “অধিনায়ক হওয়াটা সবসময়ই সৌভাগ্যের বিষয়। আমরা ও আগে বোলিং করতাম। তবে আমাদের তিনটি পরিবর্তন আছে। অল্প কিছু খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন। মহারাজ অসুস্থ হয়ে পড়েন। শামসি ও বাভুমাও অসুস্থ রয়েছেন”

দুই দলের প্লেইং একাদশ

ভারত: শিখর ধাওয়ান ( অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিসান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি-কক(উইকেট কিপার), জানেমান মালান, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম,হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার (অধিনায়ক), মার্কো জানসেন,অ্যান্ডিল ফেহলুকওয়ায়ো, বিজর্ন ফরচুইন, লুঙ্গি এনগিডি,অনরিক নোকিয়া

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *