IND vs SA: বিশ্বকাপ জিতেও শান্তি নেই ভারতীয় ক্রিকেট দলের, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। যদিও এখনো পর্যন্ত রেশ কাটেনি ভারতীয় ভক্তদের, ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা নিয়ে উঠে আসলো এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকার ভিতর খেলা ম্যাচটিতে নাকি হয়েছিল ফিক্সিং।
আসলে ২০০০ সালে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) যখন ভারতীয় দলে অধিনায়ক হয়েছিলেন তখন দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে এসেছিল (IND vs SA)। ঘরের মাঠে টানটান উত্তেজনার মাঝে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে। ঠিক এরপরেই ম্যাচ ফিক্সিং হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে (Hansie Cronje) ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
Read More: CT 2025: শুধুমাত্র ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়া নিয়ে দ্বিধা আফগানিস্তানেরও !!
ম্যাচ ফিক্স করেছিলেন হ্যান্সি ক্রোনিয়ে
সেই সময় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক নিজেই গড়া পেটার কথা মেনে নিয়েছিলেন এমনকি কিংবদন্তি ব্যাটসম্যান হার্সেল গিবসের এর নাম জড়িয়ে ছিল তার সঙ্গে। দীর্ঘদিন ধরে চলেছিল পুলিশি তদন্ত তবে এরই মাঝে দক্ষিণ আফ্রিকান দলের কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এবার ২৪ বছর পর গড়াপেটা কান্ডে গঠন হল চার্জশিট।
দিল্লির এক কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে চার্জশিট গঠনের জন্য। ষড়যন্ত্র (ক্রিমিনাল কন্সপিরেসি) এবং চিটিংবাজির অভিযোগে ৪’ জনের নামে তৈরি হয় চার্জশিট। PTI’এর মতে, রাজেশ কালরা, কৃষান কুমার, সুনীল দারা এবং সঞ্জীব চাওলার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেহা প্রিয়ার তত্ত্বাবধানে এই চার্জশিট গড়ে ওঠে।
২৪ বছর পর হলো বড় খোলাসা
জানা গিয়েছে, এই সিরিজের (IND vs SA) বিষয়ে চানক্য পুরী পুলিশ স্টেশনে বিষয়টি নিয়ে একটি কেস দায়ের করা হয়। ম্যাচ গড়াপেটা নিয়ে দিল্লির এক আদালতে চলা শুনানিতে বিচারক জানিয়েছেন, “ম্যাচে কত রান হবে, তা আগে থেকেই ঠিক করে রেখে ছিলেন অধিনায়ক ক্রোনিয়ে। তার বিরুদ্ধে অনেক প্রমান রয়েছে। এই চক্রান্তে সতীর্থ হার্সেল গিবসকে শামিল করেন তিনি। এটাও জানা গিয়েছে যে দলের এক বোলারকে ৫০’ রানের বেশি দেওয়ার পরামর্শ দেন ক্রোনিয়ে।”
তবে ক্যাপ্টেন ক্রোনিয়ের পরামর্শের কথা ভুলে গিয়েছিলেন দুই খেলোয়াড়। এমনকি তারা চুক্তি মতন পারফরমেন্স করেননি। দুই দলের মধ্যেই কঠিন লড়াই হয়েছিল। গড়াপেটার সঙ্গে জড়িত চার ক্রিকেটারকে মোটা অংকের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও, এখনও বাঁকি রয়েছে পুরো শুনানি, আগামী ৩১ জুলাই বিষয়টি নিয়ে পরবর্তী শুনানি রয়েছে।